হরি ওঁ
সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়াঃ ।
সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিদ দুঃখভাগ ভবেৎ ।
বিবেকানন্দের বাণী
—————————-
” কোন সেনাপতি বা রাজা কোনকালে আমাদের সমাজের নেতা ছিলেন না, ঋষিগণই চিরকাল আমাদের সমাজের নেতা । “………. (৫/৬৪)
স্বামী বিবেকানন্দ ।
ওঁ
শ্রীপরমাত্মনে নমঃ
কেনোপনিষদ
তৃতীয় খণ্ড
তস্মৈ তৃণং নিদধাবেতদাদৎস্বেতি।
তদুপপ্রেয়ায় সর্বজবেন তন্ন শশাকাদাতুং স তত এব নিববৃতে, নৈতদশকং বিজ্ঞাতুং যদেতদ যক্ষমিতি । (১০ )
তখন সেই দিব্যযক্ষ, সেই বায়ু দেবতার সামনে একটি তৃণ রাখলেন এবং বললেন, উঠিয়ে নাও, উড়িয়ে দাও ।
বায়ু পূর্ণশক্তির সঙ্গে সেই তৃণটিকে বিচলিত করতে নিযুক্ত হলেন । কিন্তু সেটিকে কোনপ্রকারেই উড়িয়ে নিতে সক্ষম হলেন না ।
তখন তিনি লজ্জিত হয়ে সেখান থেকে ফিরে এলেন এবং দেবতাদের বললেন, বস্তুত দিব্যযক্ষ কে এই কথা জানতে আমি সমর্থ হলাম না । (১০)
শনি প্রভাতের প্রাত্যহিক শুভেচ্ছা
আজ শনিবার………..
কার্ত্তিক মাস ( দামোদর )
৫১২২ কলিযুগাব্দ ।
২০৭৭ বিক্রম সংবৎ ।
১৯৪২ শকাব্দঃ ।
৫৩৫ শ্রীচৈতন্যাব্দঃ ।
২৫৬৪ বুদ্ধাব্দঃ ।
১৪ জার্ত্তিক , ১৪২৭বঙ্গাব্দঃ ।
৩১ অক্টোবর, ২০২০ খ্রীষ্টাব্দঃ ।
সূূর্য্যোদয় ৫.৪৫ মিনিট ।
সূর্য্যাস্ত ৪.৫৭ মিনিট ।
পূর্ণিমা
অশ্বিনীনক্ষত্র ।
কোজাগরী পূর্ণিমা । অশ্বিনী পূর্ণিমা । কৌমুদী ( কুমার) পূর্ণিমা ।
মহাত্মা শ্রীনকুল সাধুজীর আবির্ভাব ।
প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর তিরোধান দিবস ।
আজকের দিন শুভ ও প্রশান্তময় হোক ।