হরি ওঁ
সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়াঃ ।
সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিদ দুঃখভাগ ভবেৎ ।
বিবেকানন্দের বাণী
—————————-
” …… তিনিই ঋষি, যিনি ধর্মজে প্রত্যক্ষ উপলব্ধি কতিয়াছেন, যাঁহার নিকট ধর্ম কেবল পুঁথিগত বিদ্যা, বাগবিতণ্ডা বা তর্কযুক্তি নহে—- সাক্ষাৎ উপলব্ধি, অতীন্দ্রিয় সত্যের সাক্ষাৎকার । “৷৷৷ (৫/৬৪) স্বামী বিবেকানন্দ ।
ওঁ
শ্রীপরমাত্মনে নমঃ
কেনোপনিষদ
তৃতীয় খণ্ড
অথেন্দ্রমব্রুবন্ মঘবন্নেতদ বিজানীহি কিমেতদ যক্ষমিতি ।
তত্থেতি । তদভ্যদ্রবৎ । তদ্মাৎ তিরোদধে । (১১)
তারপর দেবতারা ইন্দ্রকে বললেন ; হে ইন্দ্রদেব ! এই বিষয়টি আপনি জেনে আসুন —– যথাযথ অনুসন্ধান করে নিশ্চিত পতিচয় জ্ঞাত হোন যে, এই দিব্যযক্ষ কে ?
তখন ইন্দ্র বললেন, তাই হোক ।
তিনি সেই যক্ষের দিকে ধাবিত হলেন ।
কিন্তু সেই দিব্যযক্ষ তাঁর সম্মুখ থেকে অন্তর্হিত হয়ে গেলেন । (১১)
রবি প্রভাতের হার্দিক শুভেচ্ছা
আজ রবিবার………
কার্ত্তিক মাস ( দামোদর )
৫১২২ কলিযুগাব্দ।
২০৭৭ বিক্রম সংবৎ ।
১৯৪২ শকাব্দঃ ।
৫৩৫ শ্রীচৈতন্যাব্দঃ ।
২৫৬৪ বুদ্ধাব্দঃ ।
১৫ কার্ত্তিক, ১৪২৭ বঙ্গাব্দঃ ।
১ নভেম্বর, ২০২০ খ্রীষ্টাব্দঃ ।
সূর্য্যোদয় ৫.৪৬ মিনিট ।
সূর্য্যাস্ত ৪.৫৭ মিনিট ।
প্রতিপদ তিথি ।
ভরণীনক্ষত্র ।
কৃষ্ণ পক্ষ ।
সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তিরোভাব দিবস ।
নাট্যকার দীনবন্ধু মিত্রের প্রয়াণ দিবস ।
অসম…….. নাট্যকার বিনোদ শর্মার স্মৃতিদিবস ।
আজকের দিন শুভ ও আনন্দময় হোক ।