আত্মাশুদ্ধি

হরি ওঁ

কলিযুগের সৎ নিষ্ঠাবান ত্যাগী সাধক স্বপন দত্ত

সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়াঃ ।
সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিদ দুঃখভাগ ভবেৎ ।।

          বিবেকানন্দের বাণী 
         ----------------------------

” ধর্ম মানুষের সমগ্র জীবন, শুধু বর্তমান নয়, অতীত, বর্তমান, ভবিষ্যৎ ——- সমগ্র জীবনধারাকে ব্যাপ্ত করিয়া রাখিয়াছে । অতএব ধর্ম হইল সনাতন আত্মার সহিত সনাতন ঈশ্বরের শাশ্বত সম্পর্ক । “……..(৩/২৪৭) স্বামী বিবেকানন্দ ।

                     ওঁ

         শ্রীপরমাত্মনে নমঃ 

   শ্রীগীতা----- অষ্টাদশ  অধ্যায়

            মোক্ষসন্ন্যাসযোগ

                 সঞ্জয়   উবাচ

রাজন্ সংস্মৃত্য সংস্মৃত্য সংবাদমিমমদ্ভুতম্ ।
কেশবার্জুনয়োঃ পূণ্যং হৃষ্যামি চ মুহুর্মুহুঃ । (৭৬)

হে রাজন্ ! ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের এই রহস্যময়, কল্যানকারী, অদ্ভুত কথোপকথন পুনঃ পুনঃ স্মরণ করে আমি বারংবার হর্ষান্বিত হচ্ছি । (৭৬)

সোম প্রভাতের শুভ্র শুভেচ্ছা

আজ সোমবার……..

          ভাদ্র  মাস  ( ঋষিকেশ  ) 

৫১২২ কলিযুগাব্দ
২০৭৭ বিক্রম সংবৎ।
১৯৪২ শকাব্দঃ ।
৫৩৫ শ্রীচৈতন্যাব্দঃ ।
২৫৬৪ বুদ্ধাব্দঃ ।
২১ ভাদ্র , ১৪২৭বঙ্গাব্দঃ ।
৭ সেপ্টেম্বর, ২০২০ খ্রীষ্টাব্দঃ ।
সূর্য্যোদয় ৫.২৪ মিনিট ।
সূর্য্যাস্ত ৫.৪৮ মিনিট ।
পঞ্চমী তিথি
ভরণীনক্ষত্র ।
কৃষ্ণ পক্ষ ।

দেশভক্ত শরৎচন্দ্র বসুর জন্মদিবস ।

অসম.——-সাহিত্যিক ঁ মানিক চন্দ্র বরুয়ার স্মৃতিদিবস ।

মহাপুরুষ শ্রীশ্রীমাধবদেবের তিরোভাব তিথি ।

ত্রিপুরা….. কবিয়াল বিধায়ক উমেশ্চন্দ্র নাথের প্রয়াণ দিবস ।

আজকের দিন শুভ ও মঙ্গলময় হোক ।

Related Articles

Back to top button