হরি ওঁ
কলিযুগের সৎ নিষ্ঠাবান ত্যাগী সাধক স্বপন দত্ত
সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়াঃ ।
সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিদ দুঃখভাগ ভবেৎ ।।
বিবেকানন্দের বাণী
----------------------------
” ধর্ম কি মানুষের জন্য সত্যই কিছু করিতে পারে ? পারে । ধর্ম কি সত্যই মানুষের অন্নবস্ত্রের ব্যবস্থা করিতে পারে ? অবশ্যই পারে । ধর্ম সর্বদাই তাহা করে, এবং তদপেক্ষা অনেক বেশী কিছু করে ঃ ইহা মানুষকে অনন্ত মহাজীবন আনিয়া দেয় । “……(৩/২৪৭) স্বামী বিবেকানন্দ ।
ওঁ
শ্রীপরমাত্মনে নমঃ
শ্রীগীতা----- অষ্টাদশ অধ্যায়
মোক্ষসন্ন্যাসযোগ
সঞ্জয় উবাচ
তচ্চ সংস্মৃত্য সংস্মৃত্য রূপমত্যদ্ভুতং হরেঃ ।
বিস্ময়ো মে মহান্ রাজন্ হৃষ্যামি চ পুনঃ পুনঃ ।। (৭৭)
হে রাজন্ ! শ্রীহরির সেই অত্যন্ত অদ্ভুত রূপও পুনঃ পুনঃ স্মরণ করে আমার চিত্তে মহাবিস্ময় হচ্ছে এবং আমি বারংবার হর্ষান্বিত হচ্ছি । (৭৭)
মঙ্গল প্রভাতের মাঙ্গলিক শুভেচ্ছা
আজ মঙ্গলবার……..
ভাদ্র মাস ( ঋষিকেশ )
.৫১২২ কলিযুগাব্দ ।
২০৭৭ বিক্রম সংবৎ ।
১৯৪২ শকাব্দঃ ।
৫৩৫ শ্রীচৈতন্যাব্দঃ ।
২৫৬৪ বুদ্ধাব্দঃ ।
২২ ভাদ্র , ১৪২৭ বঙ্গাব্দঃ ।
৮ সেপ্টেম্বর , ২০২০ খ্রীষ্টাব্দঃ ।
সূর্য্যোদয় ৫.২৪ মিনিট ।
সূর্য্যাস্ত ৫.৪৭ মিনিট ।
ষষ্ঠী তিথি ।
সকাল ৬.৩৮ পর্যন্ত ভরণীনক্ষত্র পরে কৃত্তিকানক্ষত্র ।
কৃষ্ণ পক্ষ ।
বিশ্ব স্বাক্ষরতা দিবস ।
মহাযোগী গোপীনাথ কবিরাজের আবির্ভাব দিবস ।
স্বামী অভেদানন্দের তিরোভাব দিবস ।
অসম…… মহেন্দ্র গোস্বামীর তিরোভাব তিথি ।
আজকের দিন শুভ ও সুন্দরময় হোক ।