আত্মাশুদ্ধি

হরি ওঁ

কলিযুগের সৎ নিষ্ঠাবান ত্যাগী সাধক স্বপন দত্ত

সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়াঃ ।
সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিদ দুঃখভাগ ভবেৎ ।।

          বিবেকানন্দের বাণী 
         ----------------------------

” সন্ন্যাসীই ধর্মে বিশেষ অভিজ্ঞ ব্যক্তি , কারণ তিনি ধর্মকেই তাঁর জীবনের মূল লক্ষ্য করেছেন । তিনিই ঈশ্বরের সৈন্যস্বরূপ । “…….(৫/৪০১) স্বামী বিবেকানন্দ ।

                     ওঁ

         শ্রীপরমাত্মনে নমঃ 

              গীতামাহাত্ম্য

মলনির্মোচনং পুংসাং জলস্নানং দিনে দিনে ।
সকৃদগীতাম্ভসি স্নানং সংসারমলনাশনম্ ।। (০৩)

নিত্যস্নানে মানুষের শারিরীক মল নাশ হয় আর গীতাজ্ঞান– রূপ জলে একবারও যদি স্নান করা হয়, তবে তা সংসাররূপ মল নাশ করে দেয় । (৩)

শনি প্রভাতের প্রাত্যহিক শুভেচ্ছা

আজ শনিবার………..

          ভাদ্র  মাস  ( ঋষিকেশ    ) 

৫১২২ কলিযুগাব্দ ।
২০৭৭ বিক্রম সংবৎ ।
১৯৪২ শকাব্দঃ ।
৫৩৫ শ্রীচৈতন্যাব্দঃ ।
২৫৬৪ বুদ্ধাব্দঃ ।
২৬ ভাদ্র, ১৪২৭বঙ্গাব্দঃ ।
১২ সেপ্টেম্বর, ২০২০ খ্রীষ্টাব্দঃ ।
সূূর্য্যোদয় ৫.২৫ মিনিট ।
সূর্য্যাস্ত ৫.৪৩ মিনিট ।
দশমী তিথি ।
দুপুর ০১.০৭ পর্যন্ত আর্দ্রানক্ষত্র পরে পুনর্ব্বসুনক্ষত্র ।
কৃষ্ণ পক্ষ ।

কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবস ।

অসম……. প্রখ্যাত ফুটবলার শরৎ দাসের স্মৃতিদিবস ।

আজকের দিন শুভ ও প্রশান্তময় হোক ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button