হরি ওঁ
।। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ , কৃষ্ণ কৃষ্ণ হরে হরে । হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।। জয় রাধা গো বৃন্দ জয় জয় জয় জয় রাধে । শ্রীরাধাগোবিন্দ জয় জয় জয় জয়রাধে ।। রাধা গোবিন্দের চরণে শত কোটি প্রনাম সাধক স্বপন দত্ত বাউল
সমুদ্র বসনে দেবী,
পর্বত স্তন মণ্ডলে ।
বিষ্ণুপত্নী নমস্তুভ্যাং,
পাদস্পর্শং ক্ষমস্যমে ।
বিবেকানন্দের বাণী
----------------------------
” আমাদের মতে একটা কিছু প্রত্যক্ষ উপলব্ধি হইতেই ধর্মের আরম্ভ হয় ; কতকগুলি মতে বিশ্বাসী হওয়া অথবা বুদ্ধিদ্বারা উহা স্বীকার করা অথবা প্রকাশ্য ভাবে ঘোষনা করাকে ধর্ম বলে না । “…..(৩/১৮৯ ) । স্বামী বিবেকানন্দ
ওঁ
শ্রীপরমাত্মনে নমঃ
শ্রীগীতা----- সপ্তদশ অধ্যায়
শ্রদ্ধাত্রয়বিভাগযোগ
শ্রীভগবান উবাচ
আদেশকালে যদ্দানমপাত্রেভ্যশ্চ দীয়তে ।
অসৎকৃতমবজ্ঞাতং তত্তামসমুদাহৃতম্ ।। (২২)
মান- সম্মান না করে, অবজ্ঞাপূর্বক অযোগ্য পাত্রে , অপবিত্র স্থানে ও অশুভ সময়ে যে দান করা হয়, তাকে তামসিক দান বলে । (২২)
শনি প্রভাতের প্রাত্যহিক শুভেচ্ছা
আজ শনিবার………..
আষাঢ় মাস ( বামন )
৫১২২ কলিযুগাব্দ ।
২০৭৭ বিক্রম সংবৎ ।
১৯৪২ শকাব্দঃ ।
৫৩৫ শ্রীচৈতন্যাব্দঃ ।
২৫৬৪ বুদ্ধাব্দঃ ।
৫ আষাঢ়, ১৪২৭বঙ্গাব্দ।
২০ জুন, ২০২০ খ্রীষ্টাব্দ ।
সূূর্য্যোদয় ৪.৫৫ মিনিট ।
সূর্য্যাস্ত ৬.২২ মিনিট ।
স কাল ১১.৩০ পর্যন্ত চতুর্দ্দশী পরে অমাবস্যা তিথি ।
দুপুর ১২.২৪ পর্যন্ত রোহিনীনক্ষত্র পরে মৃগশিরানক্ষত্র ।
কৃষ্ণ পক্ষ ।
অসম—- কলাগুরু বিষ্ণুপ্রসাদ বাভার স্মৃতিদিবস ।
আজকের দিন শুভ ও প্রশান্তময় হোক ।