পূর্বস্থলী এক নম্বর ব্লকের প্রকৃতি ও পশুপ্রেমী সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি।
শ্যামল রায়, পূর্বস্থলী:শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পূর্বস্থলী এক নম্বর ব্লকের প্রকৃতি ও পশুপ্রেমী সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। বৃক্ষ রোপন কর্মসূচিতে শুভ উদ্বোধন করেন গাছ লাগিয়ে রাজ্যের অন্যতম মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক স্বপন দেবনাথ। তিনি গাছ লাগিয়ে বলেন যে গাছ আমাদের প্রকৃতি ভারসাম্য বজায় রাখে। প্রাকৃতিক পরিবেশকে যেমন আমাদের মধ্যে আলাদা নতুন মাত্রা এনে দেয় তেমনি সবুজায়ন ঘটায়। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক কালনা আদালতের আইনজীবী পার্থ কর পরিমল দেবনাথ সহ অনেকে। এদিন ব্লকের চক রাহাতপুর খাল-বিল ও বাশদহ চাঁদের বিলে নামিদামি বৃক্ষরোপণ করা হয়েছে। এছাড়াও বাশদহ চাঁদের বিলে অসমীয়া সুপারি গাছ লাগানো হয়েছে। প্রকৃতি ও পশুপ্রেমী সংঘের তরফ থেকে জানানো হয়েছে এদিন একশটি চারা গাছ লাগানো হয়েছে দুটি বিলের পাড় দিয়ে। চারা গাছ লাগানোয় ভীষণ খুশি এলাকাবাসী।