পূর্বস্থলীএক নম্বর ব্লকের দামোদর পড়ায় শান্তি ও মানসিক বিকাশ কেন্দ্রে ছাত্র-ছাত্রীদের মুখোমুখি মন্ত্রী
শ্যামল রায়, পূর্বস্থলী:স্থানীয় বিধায়ক তথা রাজ্যের অন্যতম মন্ত্রী স্বপন দেবনাথ এলাকার ছাত্র-ছাত্রীদের মুখোমুখি হলেন। কর্নার পরিস্থিতিতে স্কুল-কলেজ বন্ধ অনলাইনে পড়াশোনা চলছে তার মাঝেও সামাজিক দূরত্ব বজায় রেখে মন্ত্রী স্বপন দেবনাথ ছাত্রছাত্রীদের মুখোমুখি হয়েছিলেন রবিবার।দাবি-দাওয়া থেকে সুবিধা অসুবিধা ছাত্রছাত্রীরা যাতে সরাসরি মন্ত্রী জানতে পারেন তার জন্যই এই মুখোমুখি আলোচনা সভা। সোমবার মন্ত্রী স্বপন দেবনাথ জানিয়েছেন যে একটি হোয়াৎসঅ্যাপ গ্রুপ চালু করেছেন তিনি পড়ুয়াদের জন্য।এই গ্রুপের নাম দেয়া হয়েছে ছাত্র-ছাত্রীদের পাশে ছাত্র-ছাত্রীদের সাথে। পূর্বস্থলী এক নম্বর ব্লকের দামোদর পাড়ায় অনাথ আশ্রম এ অনুষ্ঠিত ছাত্র-ছাত্রীদের মুখোমুখি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন নবদ্বীপ কলেজের ছাত্র-ছাত্রীসহ এলাকার ২৫০ জন ছাত্র-ছাত্রী।শিক্ষা সংক্রান্ত সমস্ত সুবিধা-অসুবিধার পাশাপাশি মন্ত্রী পড়ুয়াদের হাতে একটি করে চারা গাছ উপহার দিয়েছেন।যারা বই কিনতে পারছেন না স্কলারশিপের জন্য দরখাস্ত করেছেন ইত্যাদি তার সমাধান করার কথা জানিয়ে দিয়েছেন মন্ত্রী স্বপন দেবনাথ এছাড়াও তিনি উল্লেখ করেছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ছাত্র-ছাত্রীদের জন্য সবুজ সাথী কন্যাশ্রী যুবশ্রী প্রকল্প চালু করেছেন তার সুবিধা কারা পাচ্ছেন এবং তারা এখনও পাননি তাও খতিয়ে দেখবেন তিনি আশ্বাস দিয়েছেন পড়ুয়াদের। স্বাস্থ্যবিধি মেনে এই অনাথ আশ্রমে পড়ুয়ারা মন খুলে কথা বলেছেন মন্ত্রী স্বপন দেবনাথ এর সাথে এবং তাদের সমস্যার কথা জানিয়ে দিয়েছেন। খুশি পড়ুয়ারা।