পূর্বস্থলী এক নম্বর ব্লক অফিস সংলগ্ন স্থানে মনি মিলন উদ্যান পার্কের উদ্বোধন করলেন মন্ত্রী
শ্যামল রায় ,পূর্বস্থলী:শ্রীরামপুর গ্রামে পূর্বস্থলী এক নম্বর ব্লক অফিস প্রাঙ্গণে মনি মিলন উদ্যান পার্ক এর শুভ উদ্বোধন করলেন রাজ্যের অন্যতম মন্ত্রী স্থানীয় বিধায়ক স্বপন দেবনাথ। তিনি এদিন পিঠে কেটে প্রায় দুই একর জমির মধ্যে অবস্থিত এই উদ্যান পার্কটি তৈরি করতে পেরে ভীষণ খুশি হলাম। দীর্ঘদিন ধরে এলাকাবাসীর দাবি ছিল এই ধরনের একটি উদ্যান পার্ক তৈরি হোক যাতে বৃদ্ধ-বৃদ্ধা থেকে শুরু করে শিশুরাও এই উদ্যানে এসে আনন্দ করতে পারে এবং খেলাধুলা করতে পারে সময় কাটাতে পারে। বৃহস্পতিবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমাশাসক সুমন সৌরভ মহান্তি সমষ্টি উন্নয়ন আধিকারিক নীতিশ বালা পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক পূর্ত দপ্তরের কর্মদক্ষ পরিমল দেবনাথ সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। জানা গিয়েছে একশো দিনের কাজ সহ একাধিক প্রকল্প থেকে অর্থ খরচ করে এই উদ্যানবাটি তৈরি করা হয়েছে।
জানা গিয়েছে যে পার্টি সাজিয়ে তুলতে প্রায় কুড়ি লক্ষ টাকা খরচ হয়েছে। বিডিও অফিস প্রাঙ্গণে উদ্যান ফ্যাক্টরিতে খুশির হাওয়া বইছে এলাকার বাসিন্দাদের মধ্যে। এদিন বিকেল থেকেই সামাজিক দূরত্ব বজায় রেখে অনেকেই পার্কে আসছেন দেখছেন।