পূর্বস্থলী এক নম্বর ব্লকের দামোদর পাড়া আদিবাসীদের মধ্যে জনমুখী প্রকল্পের প্রচার করলেন মন্ত্রী স্বপন দেবনাথ
শ্যামল রায়, পূর্বস্থলী:মঙ্গলবার পূর্বস্থলী এক নম্বর ব্লকের বকপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ দামোদর পাড়া আদিবাসীদের মধ্যে সরকারের জনমুখি প্রকল্পের প্রচার করলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। এদিন রাজ্যের মানবিক প্রকল্প থেকে শুরু করে কন্যাশ্রী রূপশ্রী সবুজ সাথী একাধিক প্রকল্পের কথা তুলে ধরেন আদিবাসীদের মধ্যে।এছাড়াও তিনি প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এর তরফ থেকে স্বনির্ভর করার জন্য মহিলাদের মধ্যে মুরগির বাচ্চা বিতরণ করেছেন এবং মহিলারা যাতে হাঁস-মুরগী পালন থেকে শুরু করে ছাগল গরু পালন করে সংসার চালাতে পারেন তার ব্যবস্থা তিনি করেছেন। এছাড়াও এলাকার তাঁত শিল্পীদের জন্য তাঁত শ্রী প্রকল্পে তাঁতের সরঞ্জাম বিতরণ থেকে শুরু করে তাঁতিদের উৎপাদিত শাড়ি তন্তুজ কিনে নিচ্ছে সে ব্যাপারেও তিনি তাঁত শ্রমিকদের মধ্যে প্রচার সারেন।
এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত আদিবাসীদের মধ্যে সরকারের প্রকল্প এবং এলাকার উন্নয়নের কথা তুলে ধরেন। এছাড়াও করোনার পরিস্থিতিতে সকলে মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে এই প্রচার অভিযান মন্ত্রীর ছিল।