জেলা
এক যুবকের মৃত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পটাশপুরে!
প্রদীপ কুমার মাইতি,পূর্ব মেদিনীপুর ঃ পটাশপুরঃ প্রকাশ্য দিবালোকে রাস্তার উপর থেকে এক যুবকের মৃত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানা এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শেখ আমির।তাঁর বাড়ি পটাশপুর থানার দাইতলা বাজার সংলগ্ন এলাকায়।স্থানীয় ও পুলিশ সূত্রের খবর, পটাশপুরের বাঙ্গুচক মোড় থেকে নৈইপুর রাস্তার পি ড ব্লিউ অফিসের কাজে শুক্রবার সকালে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পটাশপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।এখনও পর্যন্ত যানা যায়নি কি কারণে মৃত্যু। তবে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করছে।