একনজরে ভগবানপুর
প্রদীপ কুমার মাইতি: করোনা মোকাবিলায় নিজের সামান্য অবসরকালীন ভাতা থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ হাজার টাকা দান করলেন ভগবানপুর হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক অশোক দাস মহাপাত্র। আজ ভগবানপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক প্রনব রায়ের হাতে দশ হাজার এক টাকার চেক তুলে দেন তিনি। করোনা ভাইরাসের হাত থেকে বাঁচতে খুব জরুরি প্রয়োজন ছাড়া সকলকে লকডাউন মেনে বাড়িতে থাকার অনুরোধ জানাই অশোক বাবু।
অন্যদিকে
করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে ৩০ হাজার টাকা দান করলো ভগবানপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি। আজ ভগবানপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক প্রনব রায়ের হাতে ৩০ হাজার একত্রিশ টাকার চেক তুলে দেয় সমবায় সমিতির সভাপতি দিলীপ চন্দ্র, উমাশঙ্কর মাইতি, মদন মোহন পাত্র সহ সমিতির কর্মকর্তারা। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে আগামীদিনে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে আরও সাহায্য করার ইচ্ছে রয়েছে বলে জানান ভগবানপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির কর্মকর্তারা। এদিকে করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল ১৫ হাজার টাকার অনুদান দিল ভগবানপুর বিধানচন্দ্র রায় কৃষি মেলা কমিটি। আজ ভগবানপুর থানার ওসি প্রনব রায়ের হাতে ১৫ হাজার এক শত এক টাকা তুলে দেয় মেলা কমিটির সদস্যরা। মেলা কমিটির পক্ষে উপস্থিত ছিলেন সেক রেজাক, উমাশঙ্কর মাইতি, মদন মোহন পাত্র, বিকাশ সামন্ত, সাধন দাস, বিকাশ দাস, পুলক মাইতি প্রমুখ।