অসহায় সাধারণ মানুষের পাশে O C নবগ্রাম
বর্তমান লক ডাউনের সময় রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে মানুষের অসহায় পরিস্থিতি। রাজ্য ও কেন্দ্র সরকারের সকলের প্রতি নির্দেশ অসহায় মানুষের প্রতি নজর রাখতে। রাজ্যে যাতে কোনো মানুষ না খেয়ে মারা যায় । এবং সে কথা মাথায় রেখে ইতিমধ্যেই মুর্শিদাবাদ জেলা প্রশাসনের তরফ থেকে শুরু হয়েছে খাদ্য দ্রব্য বিতরণ। বিভিন্ন থানা এলাকার অসহায় দরিদ্র পরিবারের পাশে দাড়ান মুর্শিদাবাদ জেলা পুলিশ । তার উদাহরণ স্বরুপ দেখিয়ে দিলেন নবগ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক ও সবার পাশে থাকা মানুষ অভিজিৎ বসু মল্লিক। তিনি নিজের গাড়িতে করে খাদ্য দ্রব্য নিয়ে ছুটে যান অসহায় পরিবার গুলোর কাছে। দুস্থ পরিবার ও দিন আনা,দিন খাওয়া পরিবার গুলোর পাশে সর্বদা দাঁড়িয়েছেন তিনি। বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার প্রশাসনের উদ্যোগে চলে এই খাদ্য দ্রব্য বিতরণ। অভিজিৎ বসু মল্লিক এলাকার দুস্থ, গরীব ও আদিবাসীদের হাতে তুলে দিলেন চাল, আলু, ডাল ও সুয়াবিন আরও অন্যান্য কিছু। নবগ্রাম থানার পুলিশ প্রশাসনের সাহায্য দেওয়া দেখে খুসি হয়েছেন এলাকাবাসী। এ ছাড়াও লক ডাউন এর সময় ইতিমধ্যে গ্রামে ৫০০ পরিবার এর খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন। গরীব অসহায় ও আদিবাসীরা আজ কাজ হারিয়ে ফেলেছেন। কাজ করতে পারছেন না তাদের কথা মাথায় ভেবে এই উদ্যোগ নবগ্রাম থানার ভার প্রাপ্ত আধিকারিক অভিজিৎ বসু মল্লিকের। তিনি বলেন, ” প্রত্যেক দিন অন্যান্য গ্রামে অসহায় দরিদ্র পরিবার গুলির হাতে তুলে দেবেন খাদ্য সামগ্রী “। নবগ্রাম থানার পুলিশ প্রশাসন এর এই উদ্যোগ দেখে গরীব অসহায় মানুষদের মুখে হাসি ফুটেছে।