জেলা
পানিপারুলে আগুন
পূর্ব মেদিনীপুর ঃ এগরাঃ একদিকে চলছে করোনা আতঙ্ক। আবার অন্যদিকে চলছে লকডাউন। কিন্তু এরই আবহে আগুন লাগালো দুস্কৃতীরা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরার পানিপারুলে। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রাত তখন ঘড়ির কাঁটায় সাড়ে ন’টা। হঠাৎই দেখা যায় আগুনের স্ফুলিঙ্গ। দাউ দাউ করে জ্বলতে থাকে। ঠিক পানিপারুল নতুন মার্কেটের সামনে ব্রীজের নীচে। কিন্তু কে এই আগুন লাগালো? জানা নেই কারুর। স্থানীয়দের অভিযোগ, মদ্যপ দুস্কৃতীরাই এই এলাকায় আগুন লাগিয়েছে। তবে এখনও পর্যন্ত দমকল কিংবা পুলিশের দেখা নেই। এই ঘটনার জেরে স্থানীয় এলাকার মানুষেরা খুবই আতঙ্কিত।