পূর্ব মেদিনীপুরে পাঁশকুড়ায় আলুস্টোরের হিমঘরে হানা জেলা প্রশাসনের।
আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে এক বৈঠকে হিমঘরের মালিক , আলু ব্যাবসায়ীর সঙ্গে জেলা প্রশাসন ।। আলুর দাম বাড়ার জন্য মধ্যবিত্তদের নাজেহাল অবস্থা। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আজ পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার, দক্ষিণ মেচগ্রামের একটি আলুর কোল্ডস্টোরেজে পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পার্থ ঘোষ ও পুলিশ সুপার সুলিন যাদব সহ অন্যান্য সরকারি ও পুলিশ আধিকারিক গণ পর্যবেক্ষণে করেন পরে আলু হিম ঘরের মালিক ও আলু ব্যাবসায়ীদের সঙ্গে বৈঠক বসেন । পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পার্থ ঘোষ জানান জে আলুর দাম যতোটা নিয়ন্ত্রণ এ রাখা যায় সেই নিয়ে এই বৈঠক পুলিশ আধিকারিক থেকে শুরু করে এসডিও উপস্থিত থেকে কোল্ড স্টোরেজ এর মালিক এর সঙ্গে বৈঠকে এ বসেন। জানা যায়, তারা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছেন যতটা সম্ভব দাম কমানোর চেষ্টা করবেন। এমনিতে করোনা ভাইরাসে জর্জরিত প্রতিটা মানুষজন তাঁর ওপর সাধারণ মানুষের কথা না ভেবে আলুর দাম আকাশছোঁয়া বৃদ্ধি করে ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দাবি এমনিতেই আলুর অত্যাধিক ফলন কম, তাঁর ওপর আমদানি রপ্তানিতে গাড়ির খরচ বেড়েছে , তাঁর ওপর লকডাউনের ফলে আমদানি খুব কম, আর তাঁর জেরেই দাম বাড়ছে আলুর। সে ক্ষেত্রে অত্যধিক দাম বৃদ্ধির ওপর লাগাম টানতে হিমঘরের মালিক ও আলু ব্যবসায়ীদের সাথে বৈঠকে বসে জেলা শাসক ও পুলিশ আধিকারিক।