পাথরপ্রতিমা দুস্থ মানুষের ভরসা দিশারীর কর্ণধর বিপ্লব!
চন্দ্র শেখর সরকার
সাধারণ মানুষের মধ্যে সব সময় সোসাইটি প্রতি নেতিবাচক ধ্যান ধারণা অনেকের নেই ।আছে ঘৃণা, সমালোচনা, ভয়-ভীতি , নানান গুজব কথা। খারাপের মধ্যেও যে ভালো থাকে সেটা না দেখলে বোঝা যায় না । সেই উদাহরণ বার্তাটি বয়ে নিয়ে চলেছে মেহেরপুর দিশারী রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি কর্ণধর বিপ্লব হালদার।তিনি একজন সৎ ও সুহৃদয় ব্যক্তি মানুষের পাশে এই দুর্দিনে দাঁড়াতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করছে।মানুষের কাছে হাত পেতে নিয়ে, অন্য হাতে মানুষের সেবা করা তার পরম ধর্ম। ছোটবেলা থেকে এ কাজটি তিনি নিষ্ঠার সাথে করে চলেছে।তাই অসহায় মানুষের কথা তিনি একটু না হলো বেদনা সহীত ভাবতে শুরু করেছে। যেভাবে রাজ্যজুড়ে করোনা ভাইরাসের আতঙ্কে ঘরবন্দী সকলে। কলকারখানা, যানবাহন, দোকানপাট, হোটেল, বাজার সমস্ত কিছু একেবারেই বন্ধ। এমন পরিস্থিতিতে দিন আনা দিন খাওয়া মানুষের একেবারে করুন অবস্থা হয়ে দাঁড়িয়েছে। ফলে দীন দরিদ্র মানুষ এক বেলা খেতে পেলে অপরবেলা কি খাবে তা নিয়ে ভাবতে হচ্ছে। এমন পরিস্থিতিতে এবার এগিয়ে এলো মেহেরপুর দিশারি রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি কর্ণধর বিপ্লব ও তার স্কুল শিক্ষকগণেরা। বুধবার পাথরপ্রতিমা ব্লক এলাকার প্রায় ২৫০ জনের হাতে চাল, ডাল, আলু, সোয়াবিন, তেল, সাবান- সহ নানা রেশন সামগ্রী তুলে দেওয়া হয় সোসাইটি তরফ থেকে। পাশাপাশি স্থানীয় এলাকার বেশকিছু অসহায় ভবঘুরেদের রান্না করা খাওয়ারও তুলে দেবেন বলে জানিয়েছেন সোসাইটির কর্ণধর বিপ্লব , তিনি এও বলেছেন বিগত চার পাঁচ দিন ধরে খাদ্য সামগ্রী তুলে দিচ্ছে অসহায় পরিবারের হাতে। সরকারি নিয়ম মেনে স্বাস্থ্যবিধি অনুযায়ী হাতে স্যানিটাইজার ও মুখে মাক্স পরে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে এদিন খাদ্য সামগ্রী বিলি করা হয়। তবে পঞ্চায়েত সমিতির সদস্য দেলোয়ার হোসেন মীর বলেন, “লকডাউনের সময় খেটে খাওয়া মানুষের একেবারে করুন অবস্থা হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে দুঃস্থ মানুষদের হাতে সোসাইটির কর্ণধর খাদ্যসামগ্রী তুলে দিলাম। লকডাউন না ওঠা পর্যন্ত তাঁদের এভাবে খাদ্য সামগ্রী দেওয়া চলবে।তবে সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের এভাবে এগিয়ে আসা উচিত।” কিন্তু গ্রামের এই সমস্ত সোসাইটির কর্মধা বিপ্লব হালদার ও এক সদস্য বৃন্দাবন হালদার মানবিক উদ্যোগ খুবই প্রশংসনীয় বলে দাবি করেন স্থানীয় এলাকার বাসিন্দারা। উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য সমাজসেবী বৃন্দাবন হালদার সহ ইন্ডিয়ান জার্নালিস্ট এন্ড অল এডিটর এসোসিয়েশনের জাতীয় সম্পাদক মৃত্যুঞ্জয় সরদার প্রমুখ।