গ্রামের পাতায়

অসহায় পরিবারে পাশে হিউম্যান হেল্প ফাউন্ডেশন

গরিব অসহায় পরিবারে ত্রাণ বিলি ও বাড়ী বাড়ী ঔষধ পৌঁছানোর পর । হিউম্যান হেল্প ফাউন্ডেশন এর খেজুরী ইউনিট দেখালো মানববতার এক দারুন নজির ।লক ডাউনের জেরে হিজলী শরীফ এর আশেপাশে থাকা প্রায় ২৫ জন মতো ভবঘুরে মানসিক ভারসাম্যহীন কে প্রায় এক মাস ধরে বিভিন্ন জায়গা বন দপ্তর, মাজার কমিট থেকে অর্থ, চাল, ডাল সংগ্রহ নিজে রান্না করে খাওয়াচ্ছিলেন দোকান দার করিম খান ।
এবার মানবিকতার ডাকে সাড়া দিয়ে করিমবাবুর মাধ্যমে হিউম্যান হেল্প ফাউন্ডেশন এর খেজুরী ইউনিট এর সদস্যরা নিজেদের হাতে ২৫ জন ভবঘুরে মানসিক ভারসাম্যহীন কে মাংস ভাত করে খাবার পরিবেশন করলেন |হিউম্যান হেল্প ফাউন্ডেশন এর খেজুরী ইউনিট এর কার্যকরী সভাপতি শেখ মাহামাদুল হাসান জানান যে গরিব অসহায় মানুষরা রেশন থেকে চাল পেয়ে যাচ্ছেন কিন্তু মানসিক ভারসাম্যহীন তো আর রেশন কার্ড নেই আর থাকলেও রেশন ধরার মতো মানসিক ভারসাম্য নেই ।তাই আমরা করিমবাবুর মাধ্যমে পাগলদের জন্য খাবার এর ব্যবস্থা করলাম ।এছাড়া উপস্থিত ইউনিট এর সম্পাদক শেখ মিজান জানান যে লকডাউন চলাকালীন এই সব পাগলদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন সব সরকম ভাবে সাহায্য করে ।

Related Articles

Back to top button