রাজ্য
জটিলতা কাটিয়ে আগামী 15 তারিখ সমুদ্রে ফিশিং এ যাওয়ার জন্য তৈরি ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মৎস্য বন্দর পেটুয়াঘাট ।
পেটুয়াঘাট এর জট কাটল, ঝুলে রইল অন্যান্য মৎস্য বন্দর ।
অবশেষে ফিশিং নিয়ে জটিলতা কাটল ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মৎস্য বন্দর পেটুয়াঘাট এর । আজ সকাল দশটা নাগাদ এলাকার সমস্ত গ্রাম প্রধান ,এলাকাবাসী , মত আধিকারিক ও এলাকার জনপ্রতিনিধি নিয়ে শুরু হয় আলোচনা । আর এই আলোচনাতেই সর্বসম্মতভাবে রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের ঘোষণা অনুযায়ী আগামী 15 তারিখ থেকে শুরু হতে চলেছে ফিশিং ও নোনা মাছের পাইকারি বাজার । এই মৎস্য বন্দর খোলার আগেই হবে স্যানিটাইজ। এছাড়াও সাধারণ মৎস্যজীবীদের জন্য এই বন্দরের মধ্যেই থাকছে অস্থায়ী স্বাস্থ্য শিবির ।
পেটুয়াঘাট এর জটিলতা কাটলেও এখনো জটিলতা অব্যাহত পূর্ব মেদিনীপুরের দীঘা মোহনা, শংকরপুর, মান্দারমনি,শৌলা মতো মৎস্যজেটি গুলিতে ।