গল্প ও কবিতা

হঠাৎ ভীষণ ভয় করছে

…..

* শ্রীপর্ণা রায়*

হঠাৎ ভীষণ ভয় করছে
খবরের কাগজ পড়ে।
গুরুর নিদানে আজ বড় বিপর্যয়
হয়ত সবার ঘরে।

রাত নটায় আজ নিভবে আলো
চাহিদা হবে শুন্য ।
তার ধাক্কায় ফেল যদি হয় গ্রিড
হবে তা গুরুর জন্য।

একবারটা ভাবলে না গুরু
বিষয়টা গোয়ালের নয়
এর সাথে আছে বিদ্যার যোগ
মগজে থাকতে হয়।

তোমার আজব তুঘলকী নিদানে
ঘুম উড়েছে ইঞ্জিনিয়ারদের।
এ যাত্রায় যদি বিপদ না হয়
কৃতিত্ব শুধু তাদের।

সারাটা দেশ ছিলো তোমার পাশে
করোনার শুরু থেকে।
নিজের খেয়ালে তুমি বিপদের মুখে
ঠেলে দিলে আজ সবাইকে।

সারা দেশ আজ এমনিতেই স্তব্ধ
মানুষ নির্বাক ভাবনায়।
তার মাঝে গুরু তোমার ভিমরতি
মরছি অজানা আশঙ্কায়।

তুমি আছো বেশ তোমার মেজাজে
দেখবে জন সমর্থন।
আমরা অভাগা গুরু তোমার গিনিপিগ
বেঁচে আছি যতক্ষন।

ভয়ংকর তোমার গোয়ালের বিদ্যা
অসম্ভব সব যুক্তি ।
বাঁচতে চাই গুরু, এবার থামো
করজোড়ে চাই মুক্তি।

আমার ঘরের সব সুইচ আজ
নটায় থাকবে অন।
আলোর মাঝে খুজবো আমি
আশার নতুন জীবন।

Related Articles

Back to top button