গল্প ও কবিতা

পোড়া বারুদের গন্ধ…

শ্রীপর্ণা রায়

ভোরের আকাশ ছেয়ে আছে আজ
পোড়া বারুদের গন্ধে…
এ কেমন মানবতাহীন নৃশংসতা
বাসা বেঁধেছে বাঙালির রন্ধ্রে।

মহামারীর রাতে দেওয়ালির রূপ
সংশয়ে আমার চেতনা।
এ বাঙালি আজ বড্ড অচেনা
নিষ্ঠুর, অব্যক্ত যন্ত্রণা ।

বন্ধ রোজগার,অভুক্ত সহনাগরিক
তবুও এত উচ্ছ্বাস!!
অবাক করলে বাঙালী তুমি
বাতাসে বিষাক্ত নিঃশ্বাস।

তোমার শেলের আলোর ছটায়
আকাশ যখন সেজেছে।
দূরে কোথাও তখন অভুক্ত শিশুর
কান্না ভেসে এসেছে।

মৃত্যুর মিছিল, অসহায় মানুষ
চলছে বিধাতার খেল।
তবুও বাঙালী তোমার খুশিতে
আলোয় রাঙিয়েছে শেল!!

তোমার ঘরে বাজিও মজুত
বহু ঘরে খাবার নাই।
তোমার ওড়ানো আলোর ফানুস
পরিহাস করছে ভাই।

এ বাঙালির মজ্জা স্বার্থে ভরা
নিজেকে নিয়েই সুখ।
আমার বাঙালী মাদার টেরেসা
মমতা ছড়ানো মুখ।

লজ্জা করছে তোমার ভাষায়
আমিও কথা বলি।
কিন্তু আমার শিড়দাঁড়াটা সোজা
বিবেকের ডাকে শুধু চলি।

Related Articles

Back to top button