জেলা
লকডাউনে সমস্যায় পড়া অসহায় খড়গপুরের যৌনকর্মীদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিল পুলিশ প্রশাসন
সারা পৃথিবীতে থাবা বসিয়েছে মারণ রোগ করোনা, আর সেই করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে ডাকা হয়েছে লকডাউন। আর এই লকডাউন এর জেরে নানা সমস্যার মধ্যে পড়েছে সাধারণ মানুষ। সাধারণ মানুষের পাশাপাশি খড়গপুরের কৌশল্যাস্থিত যৌনকর্মীরা এখন কাজ হারা। সমস্যার মধ্যে পড়েছে তারা। রোজগার না থাকায় খাদ্য সংকটের মুখে পড়েছে ঐ সমস্ত যৌনকর্মীদের পরিবার।এদিন পুলিশের উদ্যোগে যৌন কর্মীদের ৩০টি পরিবারের হাতে রেশন তুলে দিলেন খড়গপুরের অতিরিক্ত পুলিশ সুপার কাজী সামসুদ্দিন আহমেদ, মহকুমা শাসক বৈভব চৌধুরী,খড়গপুর টাউন থানার আইসি রাজা সরকার প্রায় 30 টি পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন।পুলিশ প্রশাসনের হাত থেকে খাদ্য সামগ্রী পেয়ে খুশি যৌনকর্মীরা।