কলকাতা

হতদরিদ্র মানুষের পাশে গৌতম

যত দিন যাচ্ছে ততই তিনি চিন্তায় মগ্ন হয়ে পড়ছে,এই লকডাউন এর সময় কিভাবে মানুষের অনাহারের হাত থেকে রেহাই পাওয়া যায়, তার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রায় এক মাস ধরে সোনারপুর গৌতম মন্ডল।তিনি একজন সৎ ও সুহৃদয় ব্যক্তি মানুষের পাশে এই দুর্দিনে দাঁড়াতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করছে।মানুষের কাছে হাত পেতে নিয়ে, অন্য হাতে মানুষের সেবা করা তার পরম ধর্ম। ছোটবেলা থেকে এ কাজটি তিনি নিষ্ঠার সাথে করে চলেছে।তাই অসহায় মানুষের কথা তিনি একটু না হলো বেদনা শহীদ ভাবতে শুরু করেছে। যেভাবে রাজ্যজুড়ে করোনা ভাইরাসের আতঙ্কে ঘরবন্দী সকলে। কলকারখানা, যানবাহন, দোকানপাট, হোটেল, বাজার  সমস্ত কিছু একেবারেই বন্ধ। এমন পরিস্থিতিতে দিন আনা দিন খাওয়া মানুষের একেবারে করুন অবস্থা হয়ে দাঁড়িয়েছে। ফলে দীন দরিদ্র মানুষ এক বেলা খেতে পেলে অপরবেলা কি খাবে তা নিয়ে ভাবতে হচ্ছে। এমন পরিস্থিতিতে এবার এগিয়ে এলো ভারতীয় জনতা পার্টির কার্যকারী কর্ণধর গৌতম মন্ডল। তার সঙ্গে ছিলেন সোনারপুর উত্তর বিধানসভার বিজেপির তিন মন্ডলের বুথ কমিটির সভাপতি হরি দাস মন্ডল। কয়েকদিন যাবত সোনারপুরে বিভিন্ন এলাকায়  প্রায় ৫০০ জনের হাতে চাল, ডাল, আলু, সোয়াবিন, তেল, সাবান- সহ নানা রেশন সামগ্রী তুলে দেওয়া হয় গৌতম মন্ডল এর তরফ থেকে । পাশাপাশি স্থানীয় এলাকার বেশকিছু অসহায় ভবঘুরেদের রান্না করা খাওয়ারও তুলে দেবেন আজ গৌতম মন্ডল । সরকারি নিয়ম মেনে স্বাস্থ্যবিধি অনুযায়ী হাতে স্যানিটাইজার ও  মুখে মাক্স পরে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে এদিন খাদ‍্য সামগ্রী বিলি করা হয়।  লকডাউন না ওঠা পর্যন্ত তাঁদের এভাবে খাদ্য সামগ্রী দেওয়া চলবে।তবে সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের এভাবে এগিয়ে আসা উচিত।”  কিন্তু  গ্রামের এই সমস্ত মানুষ গৌতম মন্ডল মানবিক উদ্যোগ খুবই প্রশংসনীয় বলে দাবি করেন  স্থানীয় এলাকার বাসিন্দারা। উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তি সহ ইন্ডিয়ান জার্নালিস্ট এন্ড অল এডিটর এসোসিয়েশনের উপদেষ্টা স্বপন সরদার প্রমুখ।

Related Articles

Back to top button