দুস্থ মানুষের পাশে বেকার যুবক।
পূর্ব মেদিনীপুর ঃ রাজ্যজুড়ে করোনা ভাইরাসের আতঙ্কে ঘরবন্দী সকলে। কলকারখানা, যানবাহন সমস্তকিছু একেবারেই বন্ধ। এমন পরিস্থিতিতে দিন আনা দিন খাওয়া মানুষের একেবারে করুন অবস্থা হয়ে দাঁড়িয়েছে। ফলে দীন দরিদ্র মানুষ এক বেলা খেতে পেলে অপরবেলা কি খাবে তা নিয়ে ভাবতে হচ্ছে। এমন পরিস্থিতিতে এবার এগিয়ে এলো পূর্ব মেদিনীপুর জেলার এগরা-১ ব্লকের বিলবড়া গ্রামের যুবকেরা। রবিবার এগরা-১ ব্লকের পাঁচরোল গ্রাম পঞ্চায়েতের বিলবড়া, পাঁচরোল এলাকার প্রায় ষাট টি পরিবারের একশো জনের হাতে রান্না করা খাদ্য তুলে দেওয়া হয় যুবকদের তরফ থেকে। পাশাপাশি বেশকিছু অসহায় ভবঘুরেদের রান্না খাওয়ার তুলে দেওয়া হয়েছে। এ দিন বিলবড়া গ্রামের গৌরিশঙ্কর বারিক এর নেতৃত্বে এলাকার সমস্ত দিন দরিদ্র দুস্থ মানুষদের হাতে রান্না করা খাদ্য তুলে দেওয়া হয়। সরকারি নিয়ম মেনে হাতে স্যানিটাইজার মুখে মাক্স পরে এদিন খাদ্য বিলি করা হয়। গৌরিশঙ্কর বারিক বলেন, “লকডাউনের সময় খেটে খাওয়া মানুষের একেবারে করুন অবস্থা হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে দুঃস্থ মানুষদের হাতে আমরা খাদ্যসামগ্রী তুলে দিলাম। আমরা সাধারন মানুষের পাশে রয়েছি। লকডাউন না ওঠা পর্যন্ত তাঁদের মুখে আমরা দু’বেলা অন্ন তুলে দেব।” তবে গ্রামের কয়েকজন যুবকের মানবিক উদ্যোগ খুবই প্রশংসনীয় বলে দাবি স্থানীয় এলাকার অসহায় বাসিন্দাদের।