জাতীয়
দুঃস্থদের সাহায্য এগিয়ে এলো জামশেদপুরের মিলনী ক্লাব
জামশেদপুর: করোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউন। লক ডাউন পরিস্থিতি জামশেদপুর জুড়েও। শহরের শতাব্দী প্রাচীন ক্লাবের মধ্যে অন্যতম মিলনী ক্লাব দ্বারা পরিচালিত নিবেদিতা’র তত্বাবধানে জামশেদপুরের সোনারি অঞ্চলের পরদেশী পাড়ায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ক্লাবের পক্ষ থেকে ৩৫টি পরিবারকে এক মাসের রেশন দেওয়া হয়। নিবেদিতার কাকুলি তরফদার, কেয়া কুন্ডু, মৌসুমী ভট্টাচার্যী সহ মিলনী’র রাজু দত্ত, গৌতম আচার্যী, গৌতম গুহ, মিহির ভট্টাচার্যী, প্রবাল তরফদার সহ অন্যরা উপস্থিত ছিলেন।