জাতীয়
জামশেদপুরে দুঃস্থদের সাহায্যে এগিয়ে এলো হেল্পিং ইন্ডিয়া ট্রাষ্ট
জামশেদপুর: করোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউন। লক ডাউন পরিস্থিতি জামশেদপুর জুড়েও। জামশেদপুরের সামাজিক সংগঠন হেল্পিং ইন্ডিয়া ট্রাষ্টের দ্বারা শহরের বিভিন্ন জায়গায় দুঃস্থ্য পরিবারদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। ক্লাবের সভাপতি রীনা সিং জানান দুঃস্থদের সাহায্যে হেল্পিং ইন্ডিয়া ট্রাষ্ট প্রত্যেক মুহূর্তে এগিয়ে রয়েছে। তিনি জানান তাঁর এই প্রচেষ্টায় অভিভূত হয়ে সন্ত সুরক্ষা মিশন দ্বারা তাঁকে করোনা যোদ্ধার সম্মান জানানো হয়েছে।