রাজ্য

অবস্থান বিক্ষোভের তৃতীয় দিনে ভারতীয় জনতা পার্টি।

পূর্ব মেদিনীপুর ঃ কাঁথিঃ লাগাতার চারদিন ব‍্যপী ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে প্রতীকী অবস্থান বিক্ষোভের তৃতীয় দিনে ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলার, জেলা ও মন্ডলের কিষাণ এবং ওবিসি মোর্চার যৌথ উদ্যোগে জেলার অন্তর্গত প্রত্যেক ব্লক অফিসগুলিতে পশ্চিমবঙ্গের রাজ‍্য সরকারের রেশন দূর্নীতির বিরুদ্ধে এবং তৎসহ কেন্দ্র সরকারের “আয়ুষ্মান ভারত” ও “কিষাণ গরীব কল‍্যাণ নিধি” যোজনা থেকে রাজ‍্যবাসিকে বঞ্চিত করার প্রতিবাদে ও কোভিড ওয়ারিয়রগণকে কেন্দ্রের বীমার আওতা থেকে বঞ্চিত করার বিরুদ্ধে এবং তৎসহ রাজ‍্যবাসীর বিদ‍্যুৎ বিল মুকুবের দাবিতে অবস্থান বিক্ষোভ এবং পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোয় অনীহার প্রতিবাদে অবস্থান বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয় সোমবার।
সামাজিক দূরত্ব এবং কোভিড প্রোটোকল মেনে এই কর্মসূচী পালন করা হয় বলে দাবি বিজেপির।পৃথক পৃথক এই কর্মসূচীগুলিতে ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলার জেলা ও জেলার অন্তর্গত সমস্ত মন্ডলের কিষাণ এবং ওবিসি মোর্চার নেতৃত্বগণ নিজ নিজ মন্ডল ক্ষেত্রের ব্লক অফিসে উপস্থিত থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচী পালন করেন।
সমগ্র জেলার সমস্ত মন্ডলগুলির অন্তর্গত ব্লক অফিসে অনুষ্ঠিত এই অবস্থান বিক্ষোভ অর্মসূচীতে জেলা সভাপতি অনুপ চক্রবর্তীর নেতৃত্বে জেলার বিভিন্ন মন্ডল ক্ষেত্রের ব্লক অফিসে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক তাপস দোলাই, জেলা সম্পাদক নবীন প্রধান ও কল্লোল কর, কিষাণ মোর্চার জেলা সভাপতি মোহনলাল শী, জেলা সহ-সভাপতি রমাকান্ত প্রধান,জেলা সদস‍্য বিষ্ণুপদ করণ, অসীম মন্ডল সহ সমস্ত মন্ডল সভাপতিবৃন্দ।তবে এস সি মোর্চা ও এস টি মোর্চার নেতৃত্বে অবস্থান বিক্ষোভ কর্মসূচি লাগাতার চলবে বলে বিজেপি সূত্রের খবর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button