জেলা
বিদ্যুৎ নিয়ে বিক্ষোভ নন্দীগ্রামে
আমফানের তান্ডবে লন্ডভন্ড পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম।আর তার জেরে পানীয় জল ও ইলেকট্রিক না থাকায় নন্দীগ্রাম ২নং ব্লক অফিসের সামনে মঙ্গলবার জলের কলসি ও হাতে প্লাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাল গ্ৰামবাসীরা।জানা গিয়েছে,আমফান ঝড়ের পর থেকে এলাকায় বিদুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ৭ দিন ধরে।ফলে গ্রামে পানীয় জলের সংকট দেখা দিয়েছে।তাই পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা সচল করতে এদিন এলাকাবাসীরা ব্লক অফিসের সামনে বিক্ষোভ দেখান।