বিদ্যুৎ বিল মকুবের দাবী সিপিআই এমের
প্রদীপ কুমার মাইতি:প্রথম পর্যায়ের লকডাউন ঘোষণার সময় রাজ্য সরকার বিদ্যুৎ বিলের অাদায়ে স্থগিত করার নীতিগত সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিলেন। সেই সিদ্ধান্ত থেকে সরে এসে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানি মিটার রিডিং না নিয়েই মনগড়া বিদ্যুৎ বিল মোবাইলে পাঠিয়ে অাদায়ের নোটিশ পাঠাচ্ছেন। বিপিএল বা ঝুপড়ি বাসীদেরও বিদ্যুৎ বিলের নোটিশ পাঠানো হয়েছে। ১০০ ইউনিট বিদ্যুৎ বিলের মকুব তো দূরের কথা, মে মাসের শুরুতেই অাগাম মে-জুন-জুলাই তিন মাসের বিল কাঁথি শহরের কর্মহীন শ্রমজীবী সেক মৈমুদ্দিন সহ অনেক বিপিএল ও দীনদরিদ্র মানুষদের কাছে পাঠানো হয়েছে। মাসের বিল মাসে করা তো দূরঅস্ত, অানুমানিক বিল পাঠিয়ে লকডাউনে কর্মহীনতা ও বিপন্নতার মাঝে সাধারণ মানুষের উপরে মড়ার উপরে খাঁড়ার ঘা নামিয়ে অানা হচ্ছে। রাজ্য সরকারের মুখ্যসচিব কে ই-মেইল বার্তা পাঠিয়ে তিন মাসের বিদ্যুৎ বিল মকুবের দাবী জানিয়েছেন সিপিঅাইএম নেতা তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন। মামুদ হোসেন বলেন রাজ্য সরকারের দ্বিচারীতার বিরুদ্ধে মানুষকে প্রতিবাদ করতে হবে।