প্রাপ্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সুস্থ ও আরোগ্য কামনায় বর্ধমানের স্বপন দত্ত বাউল
আমার শ্রদ্ধেও প্রাপ্তন রাষ্ট্রপতি প্রনব মুখোপাধ্যায় এর সুস্থ ও আরোগ্য কামনা করি আমার আরাদ্ধ দেবী তারামায়ের কাছে ।। রাষ্ট্রপতি হওয়ার চার থেকে পাঁচ মাস আগে কেন্দ্রীয় অর্থ মন্ত্রী থাকা কালীন প্রনব মুখোপাধ্যায় কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমার বাউল লোকগনে সমাজ সচেতনে মুকদ্ধ হয়ে এবং আমার সমাজ সেবার আলোয় বহুমুখী প্রতিভায় মুকদ্ধ হয়ে আপনাদের স্বপন দত্ত বাউলের বহুমুখী প্রতিভাকে ভাররের এক আশ্চর্য্য প্রদীপ সম্মান জানান যা ভারতের কাছে গর্বের।। এই সম্মান আমি পেয়েছি ।। রাষ্ট্রপতি হয়ে রাষ্ট্রপতি ভবনে কতবার গিয়েছি । রাষ্ট্রপতি ভবন থেকেই আমাকে আমার প্রতিভা কে আশির্বাদ দেন ।। রাষ্ট্রপতি থাকা অবস্থায় ওনার মিরিটির গ্রামের বাড়ির দুর্গা পুজোয় ডাক পরে আমার । নাট মন্দিরে গান গাওয়া , রাষ্ট্রপতির বাড়িতে থাকা ভালো ভালো খাবার খাওয়া , আমাকে দিয়েছিলেন পুরস্কার একতারা আর কোল ডুগি । আমার মায়ের জন্য শাড়ি ও আমাকে পাঞ্জাবি পায়জামা আর্থিক সম্মান উপহার দেন। রাষ্ট্রপতি র হাত থেকে পাওয়া এ আমার জীবনের বড় পুরস্কার । । রাষ্ট্রপতি শ্রদ্ধেও প্রণব মুখোপাধ্যায় যেন তাড়াতাড়ি সুস্থ ও আরোগ্য লাভ করেন তার জন্য আমি আমার আরাদ্ধ দেবী তারামায়ের কাছে কামনা করছি তারামা আমার শ্রদ্ধেও রাষ্ট্রপতি প্রনব মুখোপাধ্যায় কে সুস্থ্য করে দাও মা।।