জেলা

প্রধান শান্তিলতা দাস এগরা-১ ব্লকের বিডিও বংশীধর ওঝা এর হাতে দশ হাজার টাকা আর্থিক সাহায্য তুলে দেন।

পূর্ব মেদিনীপুর ঃ রাজ‍্য তথা গোটা বিশ্বের আতঙ্কের অপর নাম করনো। আর এই করোনা আতঙ্কে আতঙ্কিত এখন গোটা দেশের মানুষ। করোনা রোধে রাজ‍্য ও কেন্দ্রের তরফ থেকে বিশেষ ফান্ড তৈরি করা হলেও তা নোভেল করোনা রোধে যথেষ্ট নয়। তাই খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সকলের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন। তাই এবার মুখ‍্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সাহায্যের হাত বাড়িয়ে দিল পূর্ব মেদিনীপুর জেলার এগরা-১ ব্লকের সাহাড়া গ্রাম পঞ্চায়েত। সোমবার সাহাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান শান্তিলতা দাস এগরা-১ ব্লকের বিডিও বংশীধর ওঝা এর হাতে দশ হাজার টাকা (চেক) আর্থিক সাহায্য তুলে দেন। ওই গ্রাম পঞ্চায়েত প্রধান শান্তিলতা দাস বলেন, “মানুষকে বাঁচাতে হবে। তাই আমরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে যতটা সম্ভব সাহায্যের চেষ্টা করেছি।” তবে এগরা-১ এর বিডিও বংশীধর ওঝা বলেন, ” আমি সাহাড়া গ্রাম পঞ্চায়েতকে সাধুবাদ জানাই। করোনা রোধে এভাবে মানুষকে এগিয়ে আসতে হবে।তবে করোনাকে হারিয়ে আমরা জিতবই।” উপস্থিত ছিলেন এগরা-১ ব্লকের সভাপতি অমিয় কুমার রাজ, ব্লকের কর্মাধ্যক্ষ প্রভুপদ দাস, ব্লকের সহ-সভাপতি রাধাকান্ত বর ও সাহাড়া গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান মিলন দে প্রমুখ।

Related Articles

Back to top button