দুঃস্থদের পাশে দাঁড়াল পুজো কমিটি!
নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর ঃ শুধু পুজো পরিচালনা নয়, এই করোনা আবহে এবং লকডাউনের সময় সঙ্কটজনক পরিস্থিতিতে দরিদ্র, অসহায় গ্রামবাসীর পাশে দাঁড়াল এগরা-১ ব্লকের বিলবড়া তারা মা মন্দির কমিটি। এই কমিটির অন্তর্গত বিভিন্ন সচ্ছল সহৃদয় মানুষের আর্থিক অনুকূল্যে গ্রামের প্রায় ২৫০টি পরিবারের হাতে চাল, ডাল, আটা, সোয়াবিন, তেল, সাবান, বিস্কুট- সহ অন্যান্য রেশন সামগ্রী প্যাকেট করে প্রত্যেক পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।এ দিন বিলবড়া তারা মা মন্দির প্রাঙ্গণে এই খাদ্য সামগ্রী দেওয়া হয়।সংস্থার প্রধান উদ্যোক্তা গৌরীশঙ্কর বারিক বলেন, “সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায় দুঃস্থ মানুষদের খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে।আগামী দিনেও আমাদের এই প্রচেষ্টা চলবে।” তবে লকডাউনের জেরে উপার্জন হারানো মানুষের পাশে দাঁড়ানোর জন্য অসংখ্য গ্রামবাসী এঁদের কর্মযজ্ঞের প্রশংসা করেন। উপস্থিত ছিলেন কমিটির সভাপতি বেণুবিনোদ দাস, সম্পাদক বসন্ত জানা, সমাজসেবী মিনতি মহাপাত্র, তাপস দাস, পরেশ হাতি, ভোলানাথ মহাপাত্র প্রমুখ।