জেলা

পূর্ব বর্ধমানে শনিবার থেকেই পৌরসভার ১২ , ১৩, ১৪ ,নম্বর ওয়ার্ড এবং কন্টেন মেন্ট জোনে লক ডাউন শুরু হলো

স্বপন দত্ত — পূর্ব বর্ধমানে যে ভাবে পাড়ায় পাড়ায় করোনা বেড়ে চলেছে দেখে জেলা প্রশাসন খুবই চিন্তিত । পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে বর্ধমান পৌরসভার ১২, ১৩, ১৪, নম্বর ওয়ার্ড পুরোপুরি লক ডাউন হলো শনিবার থেকেই এছাড়া ৬ নম্বর ওয়ার্ড এর কিছু অংশ লক ডাউন ঘোষণার সঙ্গে সঙ্গে কন্টেনমেন্ট জোন গুলিতেও লক ডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। বর্ধমানের জমজমাট বাজার বি সি রোড ও বড়বাজার তেঁতুলতলা বাজার এই রকম ব্যস্ততম বাজার গুলিতেও বিধি নিষেধ জারি করা হয়েছে এবং এ ব্যাপারে ব্যাবসায়ী সমিতি কে প্রশাসন জানিয়ে দিয়েছে । এখুন পর্যন্ত জানা গেছে এক সপ্তাহের জন্য লক ডাউন তবে পরিস্থিতি বুঝে প্রশাসন ব্যাবস্থা নেবে । এছাড়া পূর্ব বর্ধমান জেলার খন্ড ঘোষ , কানলা , কাটোয়া , মঙ্গলকোট প্রভৃতি জায়গায় কন্টেনমেন্ট জোনে লক ডাউন থাকবে বলে জেলা প্রশাসন জানায় । প্রত্যেকদিন জেলা প্রশাসনের পক্ষ থেকে বর্ধমাব শহরে এবং কন্টেনমেন্ট জোন এলাকায় মাইকিং করা হচ্ছে প্রত্যেককে মুখে মাক্স পড়তে হবে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং অযথা অনেক ভিড় জমানো চলবে না এই নিষেধ করে জনগণের উদ্দেশ্যে অনুরোধ করা হচ্ছে। কিন্তূ জনগণ এতেও সচেতন নয় রাস্তায় অনেকেই মুখে মাক্স না পড়ে ঘুড়ছেএবং রাস্তার মোড়ে মোড়ে অনেক জন মিলে গল্প আড্ডা দিচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত অনেকের মুখেই মাক্স নেই । প্রশাসন কড়াকড়ি না করলে জনগনের নিজের দোষে সচেতনের অভাবে নিজেরাই বিপদে পড়বে । অনেক সচেতন মানুষ এই বিষয়ে বলছেন মানুষ যদি নিজেরা সব জেনেও সচেতন না হয় তা হলে কারো কিছুই করার নেই। জনগণ আর জেলা প্রশাসন কে একসঙ্গে সচেতন হতে হবে , কড়াকড়ি বিধি নিয়ম করতে হবে তবেই লক ডাউন সফল হবে বলে সচেতন মানুষদের ধারণা।

Related Articles

Back to top button