জীবিকা

পূর্বস্থলীর আম অন্যত্র আমদানি হবার কারণে খুশি আম চাষিরা


শ্যামল রায়, পূর্বস্থলী:পূর্বস্থলীর সুস্বাদু আম বিভিন্ন রাজ্যে আমদানি হবার কারণে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন আম চাষিরা। এর ফলে আমের দাম অনেকটাই সাধারণ মানুষের আয়ত্বের মধ্যে এসে গিয়েছে বলে জানা গিয়েছে। বুধবার পূর্বস্থলী থানা এলাকার পারুলিয়া বাজার ও কালেকাতলা বাজার সূত্রে জানা গিয়েছে যে পূর্বস্থলীর আমের কদর বিভিন্ন রাজ্যে যথেষ্ট রয়েছে। করোনাভাইরাস এর কারনে আমরা খুব চিন্তিত হয়ে পড়েছিলাম আদৌ আম বিক্রি করতে পারবো কিনা।আনলক এক  চালু হবার পর থেকে যানবাহন চলাচল শুরু করলে আমরা আম অন্যত্র পাঠাতে শুরু করেছি। বুধবার আম চাষিরা জানালেন যে আমরা অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি কারণ পূর্বস্থলী গ্রামের কদর বিভিন্ন রাজ্যে যথেষ্ট রয়েছে তাই আমরা ফেদ এখানকার হিমসাগর আম্রপলি মল্লিকা আম পাঠাতে শুরু করি এবং কিছুটা হলেও লভ্যাংশের মুখ দেখতে পেরেছি। এছাড়াও স্থানীয় মানুষজন অনেকটাই কম দামে আম কিনতে পারছেন।
এদিন দুটি বাজারে হিমসাগর আমের দাম ছিল প্রতিকেজি ২৫ টাকা আম্রপলি ছিল প্রতি কেজি ১৮ টাকা এবং মল্লিকা আমের দাম ছিল প্রতিকেজি কুড়ি টাকা। এককথায় এখানকার আম আমরা বাইরে আমদানি করতে পেরে স্থানীয় মানুষজন এর মধ্যেও পূর্বস্থলী সু-স্বাদু নানান ধরনের আম কম দামে বিক্রি করতে পারছি। আম চাষিরা জানালেন এখানকার বিকল্প চাষের ব্যবস্থা রয়েছে আম চাষ এবং বিভিন্ন ধরনের নার্সারি ব্যবসা। লকডাউন এর কারণে আমের ব্যবসা নিয়ে চিন্তাগ্রস্থ হয়ে পড়েছিলাম বর্তমানে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারলাম। অমিতাভ ভট্টাচার্য সুবোধ সরকার কেদার বিশ্বাস দেবাশীষ ব্যানার্জি প্রমূখ জানালেন যে পূর্বস্থলী থানা এলাকায়

Related Articles

Back to top button