পূর্বস্থলী ২ নম্বর ব্লকের জামালপুরে ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হ ওয়া ৪ দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ।
শ্যামল রায়, পূর্বস্থলী:পূর্বস্থলী ২ নম্বর ব্লকের জামালপুর আবুজ হাটি থেকে ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হওয়া ৪ দুষ্কৃতীকে গ্রেফতার করলো পুলিশ।সোমবার সকালে জামালপুর থানার পুলিশ জানিয়েছে ৪ দুষ্কৃতীর নাম রাহুল মন্ডল, আকাশ দাস আব্দুল হাসিম ও বুলবুল আলম।ধৃতদের এদিন বর্ধমান আদালতে পেশ করে পুলিশ।পুলিশ জানিয়েছে যে গতকাল গোপন সূত্রে খবর পেয়ে জামালপুর থানার অন্তর্গত দুই নম্বর জাতীয় সড়কের আবুজহাটি গ্রামের কাছে ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হয়েছিল ওই দুষ্কৃতীরা। পুলিশ গোপনে ওই এলাকায় যায় এবং দুষ্কৃতীদের ঘিরে ধরে। এলাকার বাসিন্দারা জানিয়েছেন বেশ কয়েকজন আড়ালে আবডালে লুকিয়ে থেকে চম্পট দিয়েছে বলে খবর। তবে পুলিশ জানিয়েছেন ধৃতদের কাছ থেকে তলোয়ার ছুরি নাইলনের দড়ি লোহার রড লঙ্কার গুঁড়ো প্যাকেট অধ্যায় করা হয়েছে। ধৃতরা ডাকাতির কথা স্বীকার করেছে বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছে পুলিশ। এর সাথে কে বা কারা যুক্ত আছে পুলিশ তল্লাশি শুরু করেছে বলে খবর।