পূর্বস্থলী এক নম্বর ব্লক অফিসের নজরুল মঞ্চে জীব-বৈচিত্র নথী প্রশিক্ষণ
শ্যামল রায়, পূর্বস্থলী:শুক্রবার পূর্বস্থলী এক নম্বর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় জীব-বৈচিত্র নথি সংগ্রহ অভিযান শুরু হবে। তাই যারা এই নথি সংগ্রহ অভিযানে থাকবেন তাদের একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় ব্লকের নজরুল মঞ্চে। উপস্থিত ছিলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক নিতিশ বালা যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক দুর্গা প্রসাদ ঘোষ ,পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক, জেলা নোডাল অফিসার তনুশ্রী দেবনাথ, পরিমল দেবনাথ নবকুমার কর সহ-সভাপতি অপর্ণা মুন্সির সহ একাধিক জনপ্রতিনিধি এবং আধিকারিক। জানা গিয়েছে যে ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েত থেকে ৩৫ জন প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত ছিলেন। জানা গিয়েছে যে পরিবেশের বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং খাদ্যশস্য মাছ প্রাণী পশু প্রভৃতি হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাওয়া অর্থাৎ লুপ্ত প্রাণী পশু এবং খাদ্য শস্য উদ্ভিদ আদৌ ওই সমস্ত গ্রাম পঞ্চায়েত এলাকায় আছে কি না থাকলেও কি পরিস্থিতিতে আছে তার গোটা বিষয়টি জেনে লিপিবদ্ধ করবেন প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা। তারপর ঐ সমস্ত সমীক্ষা-রিপোর্ট ব্লকে এবং অঞ্চল ভিত্তিক কমিটির হাতে জমা দেবেন এবং একটি তালিকা লিপিবদ্ধ করা হবে অনলাইনে। জন জীব বৈচিত্র নথি তৈরির পর কি অবস্থায় জীব বৈচিত্র জগতে রয়েছে সে সম্পর্কে জানতে পারবেন সকলে এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে সরকার। অর্থাৎ জীব-বৈচিত্র নথি শংকর এর উদ্দেশ্য যে লুপ্ত এবং হারিয়ে যাওয়া উদ্ভিদ খাদ্য শস্য পশু প্রানীদের খুঁজে বের করা এবং এদের সমস্যা সম্পর্কে জেনে আবার পুনরায় গুরুত্ব দিয়ে পরিবেশে নিয়ে আসা। সমীক্ষা অনুযায়ী কাজ হবে বলে জানা গিয়েছে। এদিন থেকে সমীক্ষার কাজ শুরু হল উদ্বোধন প্রশিক্ষণের মধ্যে দিয়ে।