গ্রামের পাতায়
এগরা দুঃস্থদের ত্রাণ!
পূর্ব মেদিনীপুর ঃ ফের মানবিক মুখ যুবকের। দুঃস্থ- অসহায় মানুষদের খাদ্যসামগ্রী দিতে এগিয়ে এলো এক যুবক। এগরা-২ ব্লকের সাহাপুর গ্রামের বাসিন্দা গোপাল জানা নামের এক যুবকের নেতৃত্বে বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের সাহাপুর, সিলামপুর, দাউদপুর, উর্ধ্বপুর, তাজপুর, গোপালপুর, বিদুরপুর এবং বাথুয়াড়ি গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামের শ’ পাঁচেক দুঃস্থ- অসহায় ও ভবঘুরেদের মধ্যে বিতরণ করা হল খাদ্য সামগ্রী। গোপাল জানা জানান, এলাকায় প্রতিদিনই দুঃস্থদের মধ্যে ত্রাণ বিলি করা হচ্ছে। এ দিন উপস্থিত ছিলেন এগরা-২ ব্লক তৃণমূল সভাপতি স্বরাজ খাঁড়া, ব্লকের প্রাক্তন কর্মাধ্যক্ষ শেখ মহিউদ্দিন আহমেদ, বিমল জানা প্রমুখ।