জেলা

রবীন্দ্রজয়ন্তী পালন হল মেদিনীপুরে!

প্রদীপ কুমার মাইতি: বলাগেড়িয়া মিলন সংঘের আয়োজনে। রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯ তম জন্ম দিবস ও ১৫০জন দুস্থ ছাত্রছাত্রীদের আর্থিক সহযোগিতা করা হয়। সভার সভাপতি রবীন্দ্রনাথ পতি। কৃষ্ণা দাস সভাপতি কাঁথি ৩ পঞ্চায়েত সমিতি, বিকাশ চন্দ্র বেজ কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি, চন্দ্রশেখর মন্ডল সদস্য পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ, মানিক দোলাই বিশিষ্ট সমাজসেবী বিষ্ণুপাদ দাস সভাপতি মিলন সংঘ অরুনাভ মিশ্র সম্পাদক মিলন সংঘ

বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসে , কাঁথি পৌরসভা সমস্ত রকম স্বাস্থ্য বিধি মেনে কবিগুরুর জন্মজয়ন্তী পালন করলো , কবিগুরুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন , মাননীয় পরিবহন , সেচ ও জলসম্পদ উন্নয়ন মন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় ۔۔۔

দেশপ্রাণ ব্লকের দুরমুঠ ব্রাইট স্টার ক্লাবের অায়োজনে তেলিপোতা মোড়ে সামাজিক দূরত্ব বিধি মেনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০ তম জন্মদিন অনাড়ম্বর অথচ যথাযোগ্য মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়। প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ সহ তাঁর জীবন সম্পর্কে সংক্ষিপ্ত অলোচনা করা হয়। কবিগুরুর জন্মদিন পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, অ্যাডভোকেট ইকবাল হোসেন, অধ্যাপক ডঃ অাহমেদ হোসেন, সেক সফিউল অালি, প্রবীর বেরা প্রমুখ। প্রাক্তন প্রধান শিক্ষক মামুদ হোসেন বলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কেবলমাত্র নোবেল জয়ী বিশ্বকবি ছিলেন না,তিনি ছিলেন মানবতা,জাতীয়তা বোধ, ধর্মনিরপেক্ষতা, প্রগতি ও জাতীয় সংহতির মূর্ত প্রতীক।তাঁর জীবনাদর্শে সকলকে উদ্বুদ্ধ হওয়ার অাহ্বান জানান মামুদ হোসেন।

তমলুক এ বেনেপুকুর এলাকায় জেলা গ্রন্থাগার এর সামনে বিশ্বকবি রবীন্দ্রনাথ এর মূর্তি তে মাল্যদান করে জন্মদিন এ শ্রদ্ধা জানালো বিজেপি। তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি নবারুণ নায়েক মাল্যদান করেন মূর্তিতে। এরপর বিজেপি নেতৃত্ব, যুব মোর্চা, মহিলা মোর্চার নেতৃত্ব সকলে রবীন্দ্রনাথ এর জীবনী নিয়ে আলোচনা করেন।

এগরা থানার পক্ষ থেকে সামাজিক দূরত্ব মেনেই কবি গুরু রবীন্দ্র নাথ ঠাকুরের 25 শে বৈশাখ পালন হলো।টেবলো সহ যোগে থানার পক্ষ থেকে সামাজিক দূরত্ব মেনেই এগরা শহরের রাস্তায় প্রভাতফেরি হয়।এই প্রভাতফেরি তে ছিলেন এগরার এসডিপিও সেক আক্তার আলী।এগরার সিআই দেবাশীষ সরকার।এগরা থানার ওসি কাশীনাথ চৌধরী সহ অন্যান্য অফিসারগণ।টেবলো পরিক্রমা শেষে কবিগুরু রবীন্দ্র নাথের জীবনী তার কবিতা তাঁর আদর্শের কথা তুলে ধরেন থানার অফিসারগণ।

২৫ শে বৈশাখ বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসে পঁচেট জুয়েল স্টার ক্লাবের পক্ষ থেকে কবিগুরুর রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন করা হলো , কবিগুরুর মূর্তি ও ছবিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন জানানো হয় ক্লাবের পক্ষ থেকে, সকাল ১০ টায় পঁচেট জুয়েল স্টার ক্লাবের পক্ষ থেকে কয়েক জন সদস্যের উপস্থিতিতে ক্লাব প্রাঙ্গণে কবিগুরুর মূর্তিতে মাল্যদান ও পুস্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়,কয়েক জনের উপস্থিতিতে নিজেদের মধ্যে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ও সরকারের সমস্ত নিয়ম মেনে কবিগুরুকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়।

Related Articles

Back to top button