কলকাতা
রেড রোডে আম্বেদকর মূর্তির সামনে বামপন্থীদের 11 দফা দাবি করোনা কেন্দ্রিক
আজ দুটো 35 মিনিটে রেড রোডে আম্বেদকর মূর্তির সামনে বামপন্থী ও সহযোগী দল সমূহের থেকে করোনা সংক্রান্ত্র স্বাস্থ্যবিধি মেনে 11 দফা দাবি নিয়ে গলা পোস্টার ঝুলিয়ে প্রদর্শিত করা হচ্ছিল। প্রদর্শন শেষে কলকাতা পুলিশ জোরজবস্তি করে সবাইকে গ্রেপ্তার করে লালবাজারে নিয়ে এসেছে।বিমান বন্দোপাধ্যায় গায়ে হাত দিয়েছে । পুলিশের বিরূদেধে এমন টাই অভিযোক উঠছে…,,পুলিশ স্বাস্থ্যবিধি মানে নি…… লালবাজারে।
গ্রেপ্তার করা হলো সূর্যকান্ত মিশ্র, মহঃ সেলিম, সুজন চক্রবর্তী সহ বাম নেতাদের।
দুর্নীতি, কালোবাজারি বন্ধ করে মানুষকে ন্যায্য রেশন পৌঁছে দিতে হবে। মিথ্যা নয়, সঠিক তথ্য চাই। রাজ্য জুড়ে নমুনা পরীক্ষা বাড়াতে হবে, সমস্ত তথ্য মানুষের সামনে আনতে হবে। রেড রোডের প্রতিবাদ কর্মসূচী থেকে।