জীবিকা

বৃষ্টিতে সবজির বাগানে জল। কাঁচামালের দাম আগুন। হেঁসেলে টান পড়েছে।


পূর্বস্থলী,শনিবার সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে সবজির জমিতে জল জমে গিয়েছে। ফলে চিন্তিত চাষীরা। জানা গিয়েছে যে লকডাউন শিথিল হবার পর থেকেই সবজির দাম আগুন। বিভিন্ন বাজারে পটল থেকে শুরু করে ঝিঙে আলু ঢেঁড়স সব সবজির দাম অনেক গুন বেড়ে গিয়েছে। সবজির দাম বেড়ে যাওয়ায় গৃহস্থলীর হেঁসেলে টান পড়েছে।।
তবে বৃষ্টির কারণে আরো দাম বেড়ে গেল সবজির। এদিন চাষিরা জানিয়েছেন যে সবজির খেতে জল জমে গিয়েছে আবার অন্যদিকে সবজি তুলে কলকাতা শহর পাঠিয়ে দেওয়ার কারণে সবজির দাম বাড়াতে হচ্ছে। যাকিনা লকডাউন এর সময় সবজির দাম ছিল খুব সস্তা।কালনা মহকুমার সব থেকে বড় দুটি সবজির মার্কেট হলো পারুলিয়া বাজার ও কালেকাতলা বাজার। বাজার সূত্রে জানা গিয়েছে যে প্রতিদিন দুটি বাজারে  ১০ কোটি টাকার সবজি বিক্রি হয়ে থাকে। লন্ডনের সময় বহু সবজি নষ্ট হয়েছে এবং কম পয়সায় বিক্রি করতে হয়েছে চাষীদের। বর্তমান আনলক এক চালু হওয়ায় কিছুটা স্বস্তি মিলেছে চাষীদের মধ্যে। শ্রমিকের অভাব নেই সবজি ক্ষেত থেকে সবজি তুলে বিভিন্ন জায়গায় পাঠাতে পারছেন তাই সবজির দাম বেড়ে গিয়েছে। চাষীদের অভিযোগ মাঝেমধ্যে বৃষ্টির কারণে সবজির খেতে জল জমে গিয়েছে বহু গাছ মরে যাচ্ছে তাই টান পড়েছে সবজির বাজারে। শনিবার পটলের দাম গিয়ে দাঁড়িয়েছে ৪০ টাকা কিলো। অন্য সব সবজির দাম আকাশ ছোঁয়া। ধাত্রীগ্রাম কালনা শহরে সমুদ্রগড় বাজার পূর্বস্থলী বাজার শ্রীরামপুর বাজার দোগাছিয়া বাজার সহ একাধিক এলাকার বাজারে সবজির দাম আকাশ ছোঁয়া। বৃষ্টির কারণে আরো দাম বেড়ে যাবে বলে মনে করছেন সবজি বিক্রেতারা। অল্প বৃষ্টিতে জল জমে গিয়েছে বিভিন্ন সবজির জমিতে তাই ভোগান্তির শেষ নেই চাষীদের। সবজির দাম অনেকটা বেড়ে যাওয়ায় অখুশি গৃহস্থের মহিলারা। কারণ সবজি যা আছে চলে যাচ্ছে অন্যত্র তাই দাম বেড়েছে বলে জানালেন সবজি চাষিরা।

Related Articles

Back to top button