জাতীয়

আগামী সপ্তাহেও ঝড় বৃষ্টির পূর্বাভাস।

শনিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। গত ৩৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.০ ডিগ্রি সেলসিয়াস , যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯০ শতাংশ, সর্বনিম্ন ৫৫ শতাংশ। গ্রীষ্মের শুরুতেই বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড়। এমনটাই জানাচ্ছে মৌসম ভবন। প্রাক বর্ষা মরশুম শুরু হতে না হতেই সাগরে ফুঁসতে শুরু করেছে ঘূর্ণিঝড়। এই ঝড়ের নাম ‘আম্ফান’। এই ঝড়ের নাম দিয়েছে থাইল্যান্ড। বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড় যথেষ্ট শক্তিশালী বলে জানা যাচ্ছে। এপ্রিলের শেষে অথবা মে মাসের প্রথমে উপকূলে আছড়ে পড়তে পারে এই ঝড়। তবে কোন উপকূলে আছড়ে পড়তে পারে ওই আম্ফান তা এখনও স্পষ্ট নয়। সাগরে থিতু হলে স্পষ্ট হবে ঘূর্ণিঝড়ের অভিমুখ বা কোথায় আছড়ে পড়তে পারে এই ঝড়। রবিবার বিকালে ৭০ কিলোমিটার বেগে ভয়ঙ্কর কালবৈশাখী বয়ে যায় শহরের উপর দিয়ে। তার জেরে তাপমাত্রা ২২.৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। বৃষ্টি হয়েছে ২.৯ মিলিমিটার। দমদমে সকালের তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। সল্টলেকে পারদ ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। ওই অঞ্চলে বৃষ্টি হয়েছে ৫ মিলিমিটার। দুই অঞ্চলে সকালে আপক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৯ ও ৯২ শতাংশ। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম ছিল। বেড়েছিল সর্বোচ্চ তাপমাত্রাও। মঙ্গলবার যা নেমে এসেছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ৯ ডিগ্রি কম ছিল।

Related Articles

Back to top button