রাজ্য

আর কয়েক দিন বাদেই রথ উৎসব

নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- আর কয়েক দিন বাদেই রথ উৎসব, আর এই উৎসবকে ঘিরে চরম উদ্দীপনা লক্ষ্য করা যায় সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে, প্রত্যেক বছরই মহা ধুমধামের সঙ্গে রথযাত্রার উৎসব পালিত হয় পূর্ব মেদিনীপুর জেলার মেচাদা এলাকায়, কিন্তু এই বছর মহামারী ভাইরাস গ্রাস করেছে গোটা দেশ বাসীকে, ধীরে ধীরে সংক্রমণ বাড়ছে এই মহামারী ভাইরাস, তাই রাজ্য প্রশাসন থেকে শুরু করে রাজ্য স্বাস্থ্য দপ্তর কার্যত যুদ্ধ করে যাচ্ছে এই মহামারী ভাইরাস থেকে সাধারণ মানুষকে রক্ষা করার লক্ষ্যে, ইতিমধ্যেই একাধিক মন্দির থেকে শুরু করে উৎসব গুলি বন্ধ করে দেয়া হয়েছে এই ভাইরাসের কারণে, সেই অনুপাতে শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা ইসকন মন্দিরে রীতিনীতি মেনে এবং স্বাস্থ্য বিধি মেনে চলছে জগন্নাথ দেবের স্নান উৎসব, মন্দির কমিটির পক্ষ থেকে জানা গেছে এবছর রথ বেরোচ্ছে না কারণ স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে রাজ্য প্রশাসনের নির্দেশ অনুসারে সম দূরত্ব কে মাথায় রেখে বন্ধ করে দেয়া হলো রথ উৎসব, তবে বিধি মেনেই কোন রকম ভাবেই চলবে পূজার্চনা, সেই পর তাকে উপেক্ষা করে শুক্রবার সম দূরত্ব বজায় রেখে পূজা আর্চনা চলছে, মন্দির কমিটির পক্ষ থেকে জানা গিয়েছে হ্যান্ড গ্লাস এবং মুখে মাক্স পরেই চলছে পূজার্চনা, জানা গেছে প্রত্যেক বছর এই রত উৎসবকে কেন্দ্র মেলা উপভোগ করে এলাকার সকল ভক্তগন, কিন্তু এই বছরের এই মহামারী ভাইরাসে হলে বন্ধ হয়ে গেল সেই মেলা, তবে কিছুটা হতাশ হলেও আগামী বছর আরো ভালো করে পালন করবে এই রথযাত্রা উৎসব এমন টাই মনে করছে এলাকা বাসী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button