রায়দিঘিতে বিদ্যুৎ পিষ্ট হয়ে মারা গেলেন এক কিশোর।
রাজ্যে বিদ্যুৎ দপ্তরের আজও কোনো হেলদোল নেই বলে অভিযোগ উঠেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার রায়দিঘি থেকে। বেআইনিভাবে বিদ্যুতের লাইন নিয়ে গেছে গ্রামের বিভিন্ন প্রান্তে তার নজির দক্ষিণ ২৪ পরগণ জেলার রায়দিঘিতে।বিদ্যুৎ দপ্তর এর হেলদোল না থাকার ফলে এমনইভাবে বিদ্যুৎপৃষ্ট হয়ে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন গ্রামে বহু মানুষ মারা গেছে বলে অভিযোগ বিভিন্ন প্রান্ত থেকেই।অবৈধভাবে বিদ্যুৎ নিয়ে যাওয়ার পিছনে কে বা কারা রয়েছে, সে বিষয়ে খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। তেমনি নজির তৈরি করলেন রায়দিঘি র মেনা গ্রামে।
বিদ্যুৎ পিষ্ট হয়ে এক বারো বছরে নাবালকের মৃত্যুর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি থানার অন্তর্গত মেনা গ্রামে। স্থানীয় সূত্রে খবর মহাদেব নামে এক ব্যক্তি পেশায় তিনি মাছ চাষী তিনি বেআইনিভাবে ইলেকট্রিক লাইন দিয়ে মাঠের মধ্যে ফিশারির কাজ চালাতেন। আজ হঠাৎ ইলেকট্রিক তার টি ছিড়ে যাওয়ায় বছর বারো এক নাবালক নাম দ্বীপ বৈদ্য ওই মাঠের পথ দিয়ে যাওয়ার সময় ওই ছেড়া ইলেকট্রিক তারের অজান্তে ছোঁয়া লাগাই নাবালকের মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। বর্তমানে রায়দিঘি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ও মহাদেব নামে ওই ফিশারম্যান কে গ্রেফতার করেন এবং মৃত নাবালকের বডি নিয়ে, ময়নাতদন্ত জন্য ডায়মন্ড হারবারের মর্গে পাঠানো হয়।