গল্প ও কবিতা

দাদা ট্রেন টা কবে চালু হবে?


শ্যামল রায় নবদ্বীপ নদীয়া
ও দাদা ?ট্রেন টা কবে চালু হবে?
আমার মা রোজ রেলস্টেশনে পাঠিয়ে দেয়
যা –তুই জেনে আয় ট্রেন কবে চালু হবে।
জানেন তো দাদা হাতে টাকা পয়সা নেই
মা বলছে ট্রেন চালু না হলে তোকে খেতে দেয়া হবে না
আমি বাড়ি থেকে বেরিয়ে রেললাইন ধরে রোজ রেলস্টেশনে আসি
দৈনন্দিন যাত্রীবাহী ট্রেন আর চলে না
আমি নীল আকাশের দিকে তাকিয়ে বলতে থাকি
ও দিদি ও দাদা আমার বাদামটা কেন না
আমি তো সেই ফেরিওয়ালা গনেশ
বাদাম চানাচুর লজেন্স আর ঝুরিভাজা
বিক্রি করতে এগিয়ে যেতাম
অল্প বয়সী ছেলেমেয়েদের কাছে।
যারা প্লাটফর্মে বসে একটু রোমান্টিকতায় মেতে থাকতো
এখন ওসব বন্ধ
মাটির ভাঁড়ে টাকা জমিয়েছিলাম
শেষ হয়ে গিয়েছে
মা কাজের বাড়ি যেতে পারছে না
বাবার কোনো কাজ নেই
তাই রোজ আসি ট্রেন কবে চলবে?
জানেন তো দাদা
আমাদের জন্য কেউ জি আর এর সিলিপ দেয়নি
আমাদের জন্য সরকার কোন টাকা পয়সা দেয় নি
রেলপথে এখন আর ট্রেনের আওয়াজ শুনছি না
ও দাদা সামনের মাসে ট্রেনটা চলবে তো?
তুমি যদি বলো আমি মাকে গিয়ে বলব
জানো মাকে যদি বলি না খুব খুশি হবে
আর যদি বলি কোন খবর নেই মা আমাকে ঘরে থাকতে দেবে না।
জানো তো দাদা?
এই প্লাটফর্মে আমার এক বৌদি বসত
আমি গেলেই আমার কাছ থেকে বাদাম লজেন্স কিনতো
যারা বসে প্রেম-টেম করত
তারাও আমাকে ডেকে কিছু জিনিস কিনতো
এখন কেউ কেনে না
এখন ট্রেন চলে না
রেল স্টেশনে আসি আর বাড়ি যাই
মাকে বলি ঠিক ট্রেন চালু হয়ে যাবে?
তুমি চিন্তা করো না তো?
আমাকে সেদ্ধ চালের ভাত আর আলু ভাতে দিলেই আমি খুব খুশি থাকব
তাই দিও না আমাকে?
ট্রেন কবে চলবে আমি কিন্তু জানিনা
তবুও তুমি আমাকে বকাবকি করোনা কিন্তু
মা সত্যিই তো করবেনাতো?

১২ জুন দুই হাজার কুড়ি রাত দশটায় লেখা কবিতাটি।

Related Articles

Back to top button