জেলা

সাংবাদিক সম্মেলনে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন খেজুরির বিধায়ক রনজিৎ মন্ডল

পূর্ব মেদিনীপুর ঃ করোনা ও আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষে পাশে দাঁড়াতে মা মাটি মানুষের সরকার সবরকম ব্যবস্থা গ্রহণ করেছে বলে মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে জানান পূর্ব মেদিনীপুর জেলার ২১৫ খেজুরি বিধানসভার বিধায়ক রণজিৎ মন্ডল। এ দিন খেজুরির কামারদায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে করোনা পরিস্থিতি ও আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে তাদের সুযোগ সুবিধার ব্যবস্থা করার জন্য সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সেই বৈঠকে এ দিন স্থানীয় বিধায়ক রণজিৎ মন্ডল বলেন, “মহামারি করোনার কারনে বহু মানুষ কাজ হারিয়ে অসহায় হয়ে পড়েছে। তার উপর ঘূর্ণিঝড় আমফানে সব তছনছ হয়ে গিয়েছে। বহু কাঁচা, পাকা বাড়ি, গাছ-পালা, পানের বরজ, পুকুর, মাছ চাষের ফিসারি থেকে বিভিন্ন ধরনের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা আমাদের সাধ্যমতো মানুষের পাশে থেকে সাহায্য করে চলেছি। ক্ষতিগ্রস্ত মানুষরা যাতে ক্ষতিপূরণ পায় তার জন্য কেন্দ্র ও রাজ্যের কাছে আবেদন জানিয়েছি। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার জন্য প্রশাসনের কর্তাব্যক্তি, আমাদের দলিয় নেতা নেতৃত্বরা অক্লান্ত পরিশ্রম করে কাজ করে চলেছে।” তিনি আরও বলেন, “যেভাবে আমাদের রাজ্য সরকার এই মহাসংগ্রামের সঙ্গে সাধারণ মানুষের সাথে সহযোগিতা করেছে তাতে উপকৃত হয়েছে সাধারণ মানুষ।তবে আগামীদিনে আমাদের এই যুদ্ধ কার্যত থাকবে এই মহামারী ভাইরাস থেকে সাধারণ মানুষকে মুক্তি দেওয়ার লক্ষ্যে।আমরা সবসময়ই মানুষের পাশে রয়েছি।” তাঁর অভিযোগ, বিরোধীরা (বিজেপি, বামফ্রন্ট, কংগ্রেস) এই পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে না থেকে শুধুই রাজনীতি করছে। দেশের অন্যান্য রাজ্যে এমনটাই হচ্ছে না। শুধুমাত্র বাংলায় সবেতে বিরোধীরা রাজনীতি করছে। কেন্দ্রীয় সরকার যাতে পশ্চিমবঙ্গকে আর্থিক সহায়তায় করুক বলে তিনি এমনটাই দাবি করেন।

Related Articles

Back to top button