রাজ্য

দুস্থ বাউল ও সাংবাদিক স্বপন দত্তকে খাদ্যদ্রব্য সাহায্য সমাজের সাথী পত্রিকার ।

সংবাদ দাতা: —পূর্ব বর্ধমানের সাংবাদিক ও বাউলশিল্পী স্বপন দত্ত নিজেই একজন দুস্থ মানুষ। লক ডাউনে কোন কাজ তার নেই সংসারে বড়ই অভাব। তা সত্ত্বেও তার কাজ সমাজ সেবা সবসময় মানুষের নজর কেড়েছে। তিনি পথে পথে বাউলগানে ভিক্ষা করে টাকা পয়সা ও খাদ্য সামগ্রী সাহায্য পেয়ে ক্ষুধার্ত দের মুখে অন্ন ভাত তুলে দেন সকলেই দেখেছেন ।এমনকি এই লক ডাউনেই নিজের জীবনের ঝুঁকি নিয়েও পথে পথে সম্প্রতির বার্তা নিয়ে গান বেঁধে সুরকরে বাউলগানে ভিক্ষা করতে দেখাগেলো তাকে পবিত্র রমজান মাসে মুসলিম ভাই বোনদের হাতে ইফতার খাদ্য সামগ্রী ফল তুলে দেবার জন্য। একজন দুস্থ বাউল নিজের শত অভাব থাকা সত্বেও ক্ষুধার্তর মুখে অন্ন তুলে দেওয়া দেখে পূর্ব বর্ধমানের সমাজের সাথী পত্রিকা গর্বিত হয়ে দুস্থ বাউল ও সাংবাদিক স্বপন দত্ত কে লক ডাউন প্রিয়ডেই খাদ্য সামগ্রী ত্রান তুলে দিয়ে তার অভাবের সময় পাশে দাড়ালেন সম্পাদক দূরন্ত নাগ। সমাজের সাথী পত্রিকার কর্ণধার দূরন্ত নাগ মহাশয়ের নিজের উদ্দোগেই সকল দুস্থ সাংবাদিক দের ত্রান দেওয়ার সঙ্গে নিঃস্বার্থ সমাজ সচেতনের শিল্পী স্বপন বাউলের নিজের জীবনের এই অভাবের সময় খাদ্য দ্রব্য নিয়ে তার পাশে দাড়ানোকে বর্ধমান বাসী সাধুবাদ জানিয়েছেন ।। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মানীত শিল্পী হওয়ার সুবাদে স্বপন বাউল এই ত্রান পাওয়ার খবর নবান্নে সকলের কাছেই জানিয়েছেন । মুখ্যমন্ত্রীর প্রিয় বাউল শিল্পীর এই দুঃসময়ে ত্রান সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে সমাজের সাথী পত্রিকার এক মহতী উদ্যোগ ও মানবিক মুখের পরিচয় দিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button