জেলা

রেশন সামগ্রী কম দেওয়ার অভিযোগ ঘিরে বিক্ষোভ

প্রদীপ কুমার মাইতি: রেশন সামগ্রী কম দেওয়ার অভিযোগ ঘিরে বিক্ষোভ এবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে। কাঁথি ৩ ব্লকের কুমিরদা গ্রাম পঞ্চায়েত এলাকার খড়িপুকুরিয়াতে রেশন দোকানে আজ বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন। তাদের অভিযোগ, চাল ও আটা কম দিচ্ছেন রেশন ডিলার। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কুমিরদা গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজয়কৃষ্ণ বারুই। দেখা যায় বহু উপভোক্তাকে তাদের প্রাপ্য চাল ও আটার থেকে কম দেওয়া হয়েছে। বিক্ষোভের মুখে এবং স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধানের হস্তক্ষেপে নিজের ভুল স্বীকার করে নেন রেশন ডিলার। এরপর উপস্থিত অনেককেই তাদের পাওনা অতিরিক্ত চাল ও আটা দিতে বাধ্য হন অভিযুক্ত ওই রেশন দোকানদার।

বিক্ষোভের খবর পেয়ে ছুটে আসেন কাঁথি ৩ ব্লকের খাদ্য দফতরের আধিকারিকরা। উত্তেজিত জনতার সামনে দাঁড়িয়ে অভিযুক্ত রেশন ডিলারের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন খাদ্য দফতরের আধিকারিক। অন্যদিকে রেশন দুর্নীতি ও করোনা নিয়ে ভুল তথ্য দেওয়ার প্রতিবাদে এবং তিন মাসের বিদ্যুৎ বিল মুকুব ও পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর দাবিতে ভগবানপুর 1 নম্বর ব্লকে ভারতীয় জনতা পার্টির প্রতীকী অবস্থান-বিক্ষোভ. উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলার সদস্য দেবব্রত কর, অসিত প্রধান ও মন্ডল সভাপতিগণ স্নেহাশীষ আচার্য ও রমেশ মাইতি মহাশয়

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button