রাজ্য

রেশনের দুর্নীতি নিয়ে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত এলাকা


শ্যামল রায়, কালনা:রেশনে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল মন্তেশ্বর থানার শুশুনিয়া গ্রাম পঞ্চায়েত এলাকা। রবিবার মন্তেশ্বর থানা সূত্রে জানা গিয়েছে রেশনের দুর্নীতি নিয়ে শাসকদলের দুটি গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় এর ফলে দুজন মহিলাসহ মারাত্মকভাবে জখম হয়েছেন ১০ জন। এই ঘটনা তদন্তে নেমে মন্তেশ্বর থানার পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।
ঘটনার সূত্রপাত শনিবার থেকে শুরু হয়েছে। জানা গিয়েছে যে শুশুনিয়া গ্রাম পঞ্চায়েতের তুল্লা গ্রামে রেশন ডিলারের বিরুদ্ধে অভিযোগ খাদ্য সামগ্রী কম দেওয়া এবং কেরোসিনের দাম বেশি নেওয়া এছাড়াও গ্রাহকদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে। এই ঘটনার রেশন ডিলারের পক্ষে তৃণমূলের একটা গোষ্ঠীর লোকজন মদদ দিচ্ছে অন্যদিকে গ্রাহকদের পক্ষে তৃণমূলের একটা অংশ কাজ করছে এই নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে এবং ব্যাপক গোষ্ঠী কোন্দল শুরু হয়ে গিয়েছে মন্তেশ্বর থানা এলাকায়। জানা গিয়েছে স্থানীয় পঞ্চায়েত প্রধান পার্থ ঘোষ এর সঙ্গে অঞ্চল যুব তৃণমূল নেতা নাসির উদ্দিন খান এদের সাথে দ্বন্দ্ব বেঁধে যায়। রেশন ডিলারের পক্ষে নাসিরুদ্দিন মদদ দেয় বলে অভিযোগ রয়েছে। রেশন দোকান ভাঙচুর এবং মোটরবাইক ভাঙচুর মারধর করার অভিযোগ ঘিরে উত্তপ্ত এলাকা। এই ঘটনা ইতিমধ্যে মন্তেশ্বর থানায় অভিযোগ দায়ের হয়েছে অভিযোগ উঠেছে রেশন ডিলারের সাথে তৃণমূল নেতা নাসিরুদ্দিনের লেনদেন রয়েছে তাই তার পক্ষ নিয়ে আমাদের তৃণমূলকে ক্ষতি করছে বলে তৃণমূলের একটা অংশের অভিযোগ। তৃণমূল নেতা শুকুর আলীর অভিযোগ নাসিরুদ্দিনের অত্যাচারে এলাকার মানুষ ক্ষোভে ফেটে যাচ্ছেন। তৃণমূল দলের ব্লক কার্যকরী সভাপতি আহমেদ হোসেন শেখ এর সঙ্গ নাসিরুদ্দিনের অত্যাচারে এলাকার মানুষ ক্ষোভে ফেটে যাচ্ছেন। তৃণমূল দলের ব্লক কার্যকরী সভাপতি আহমেদ হোসেন শেখ এর সঙ্গে নাসির উদ্দিনের দ্বন্দ্ব রয়েছে তাই এই ধরনের ঘটনা। তবে নাসিরুদ্দিন এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন তৃণমূলের প্রকৃত কর্মীরা আমার সঙ্গে মারামারি গন্ডগোল করছে না অন্য দল থেকে আসা কিছু মানুষ তৃণমূলকে ব্যবহার করে এই ধরনের গন্ডগোল পাকিয়ে দলকে ক্ষতি করছে।
রবিবার স্থানীয় তৃণমূল বিধায়ক সৈকত পাজা জানিয়েছেন যে পরিকল্পিতভাবে একদল লোক তৃণমূলকে ক্ষতি করার জন্য এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। যারা দুর্নীতিতে মদদ দিচ্ছে তারা দলের কেউ না। তবে তৃণমূলের ব্লক সভাপতি আজিজুল হক জানিয়েছেন যে আমাদের দলের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই যারা এই ধরনের বিবাদ করছে তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে বলে আমি জানিয়ে দিয়েছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button