রেশন বন্টনে বিভ্রান্তি
ঝুম্পা দেবনাথ
ভবানীপুর:করোনা সংকটে খাদ্যাব্যবস্থার দিকে লক্ষ্য রেখেই মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৬ মাস বিনামূল্যে রেশন দেবার কথা বলেছিলেন। কিন্তূ বিশেষ সূত্রের খভর অনুযায়ী রেশন বন্টনে বিভ্রান্তি দেখা গিয়েছে। এরপরই সরানো হয় খাদ্যসচিব ও ২ জেলাশাসককে। ভবানীপুরের রমেশ মিএ রোডে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেশন বন্টন ব্যবস্থা খতিয়ে দেখেন। রেশনে চাল, গম বিলির কাজ ঠিক মতো হচ্ছে কি না তা নিয়ে মুখ্যমন্ত্রী কথা বলেন রেশন ডিলারদের সাথে। তিনি ১০০ দিনের লোকেদের কাজে লাগানোর পরামর্শ ও দিয়েছেন। ভবানীপুরের স্থানীয় বাসিন্দাদেরকে দূরত্ব বজায় রেখে রেশন নেবার কথাও বলেছেন।
বৃহস্পতিবার বৈঠকেই মুখ্যমন্ত্রী জানান তিনি রেশন বন্টন নিয়ে যথেষ্ট অসন্তুষ্ট। রেশন বন্টন নিয়ে অসন্তোষ ওঠার পর ই রাজ্য প্রশাসন খাদ্য সচিবকে বদলি করে। এক ই কারণে ২ জেলার জেলাশাসককেও বদলি করা হয়। মুখ্যমন্ত্রী স্পষ্ট ই জানান যে, রেশন নিয়ে বিভ্রান্তির কিছু নেই, ৬ মাস বিনামূল্যে ই রেশন পাবে সাধারণ মানুষ।কিন্তু বামফ্রন্ট নেতা সুজন চক্রবর্তী রেশন বন্টন নিয়ে তীব্র নিন্দা করেছেন। তাঁর মতে,” শুধুমাএ খাদ্যসচিব বা জেলাশাসকেই বদলিই চলবে না, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো ৫ কেজি চাল আর প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি মতো ৫ কেজি চাল ও ডাল পাচ্ছে কি না সে দিকেও লক্ষ্য রাখতে হবে। সুজন বাবু আরও বলেন যে মুখ্যমন্ত্রী বৈঠকে বলেন যে ১০ শতাংশ মানুষ ঠিক মতো রেশন পাচ্ছে না, কিন্তু সুজন বাবু মুখ্যমন্ত্রীর কথার সমালোচনা করে বলেন শুধু ১০ শতাংশ নয় অন্তত ২৫-৩০ শতাংশ মানুষ সঠিকভাবে রেশন পাচ্ছে না। গ্ৰামের অনেক মানুষ অনাহারে জীবন কাটাচ্ছেন। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো সাধারণ মানুষ ৬ মাস বিনামূল্যে ৫ কেজি করে চাল পাচ্ছেন কি না , মুখ্যমন্ত্রীকে সেই দিকে ও লক্ষ্য রাখার দাবি জানিয়েছেন বামফ্রন্ট নেতা সুজন চক্রবর্তী।