দেশপ্রাণ ব্লকে রাস্তাঘাটে বেহাল দশা
প্রদীপ কুমার মাইতি:ভোররাত থেকে অঝোর বৃষ্টিতে দেশপ্রাণ ব্লকের অামফান বিধ্বস্ত এলাকায় রাস্তাঘাটের অবস্থা অারো বেহাল, জমা জলের পরিমাণে বৃদ্ধি, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার কাজে বাধা,ছাদ বিহীন বাড়ীতে জলের তোড়ে ভিজে চপচপ অবস্থা, জল ও পরিবেশ দূষণের ভয়াবহতা,পরিশ্রুত পানীয়জলের সঙ্কট, প্রভৃতি তীব্র অাকার ধারণ করেছে। দারিয়াপুর অঞ্চলের হাজরাকোলা,উত্তর হরশ্চক, গোপালচক, দক্ষিণ হরশ্চক, বাঘাপুট,বামুনিয়া অঞ্চলের ঝাওয়া, ধোবাবেড়িয়া অঞ্চলে র চন্ডীভেটী,ধোবাবেড়িয়া, সোফিয়াবাদ,উত্তর দেউলপোতা, অামতলিয়া অঞ্চলের বাড়চন্ডীভেটী,সরদা অঞ্চলের অযোধ্যাপুর,গোটসাউড়ী প্রভৃতি এলাকার রাস্তাঘাট খানাখন্দভরা ও জমা জলে পরিপূর্ণ। মুণ্ডপাড়া,ধোবাবেড়িয়া, উত্তর দেউলপোতা, গোপালচক, উত্তর ও দক্ষিণ হরশ্চক, ঝাওয়া প্রভৃতি গ্রামে অামফানের ২৪ দিন পরে-ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয় নি।বিদ্যুৎ দপ্তর বড় রাস্তার পাশাপাশি এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করলে ও কর্ড লাইনে এখনও অালো জ্বলেনি।পরিবেশ দূষণ ও জলদূষণ সহ পানীয়জলের অভাব,ত্রিপল ও ত্রাণের অভাবে দুর্গতদের অবস্থা জেরবার।অবিলম্বে অামফান বিধ্বস্ত এলাকায় জনজীবন কে স্বাভাবিক করা ও তিন মাসের বিদ্যুৎ বিল মকুব করা সহ ৬ দফা দাবীসমূহের ভিত্তিতে দেশপ্রাণ ব্লকের বিডিও সমীপে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছেন সিপিঅাইএম নেতা তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন। মামুদ হোসেন দুর্গত এলাকা পরিদর্শন করে বলেন অামফানে যেখানে ২৫/৩০ হাজার বাড়ী ক্ষতিগ্রস্থ হয়েছে সেখানে পর্যাপ্ত সংখ্যক পরিবারকে বাড়ী মেরামতি র টাকা প্রদান সহ দলবাজি বন্ধ করতে হবে।