জেলা

পূর্বস্থলী 2 নম্বর ব্লকেসুলুনটু থেকে পূর্বস্থলী রেল স্টেশন পর্যন্ত বেহাল রাস্তায় দুর্ভোগে যাত্রীরা


শ্যামল রায়, পূর্বস্থলী:দীর্ঘদিন ধরে রাস্তাটির বেহাল অবস্থায় পড়ে রয়েছে। অথচ এই রাস্তা ধরেই এলাকার কয়েক হাজার মানুষ প্রতিদিন পূর্বস্থলী রেল স্টেশন পূর্বস্থলী থানা রেজিস্ট্রি অফিস ভূমি ও ভূমি রাজস্ব অফিস পূর্বস্থলী বাজার সহ একাধিক স্থানে যেতে হয়। এই রাস্তা দিয়ে যেতে হয় পূর্বস্থলী ব্লক স্বাস্থ্য কেন্দ্রটিত। গর্ভবতী মহিলাদের কিংবা অসুস্থ যে কোন রোগীকে নিয়ে যেতে হলে চরম অসুবিধার মধ্যে পড়তে হয় পরিবারের লোকজনদের কে। এছাড়াও প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করে থাকেন এলাকার বাসিন্দারা।
জাহান নগর মোড় থেকে  সুলুনটু মোড় থেকে পূর্বস্থলী রেল স্টেশন পর্যন্ত রাস্তাটি বেহাল । রাস্তার পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের আকার নিয়েছে এবং এই বর্ষাকালে জল জমে গিয়ে গর্ত গুলো দেখা যায় না ফলে যে কোনো যানবাহন চালকদের কাছে প্রায়ই দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। মাঝেমধ্যেই যাত্রীদের নিয়ে বাইক আরোহীরা দুর্ঘটনার কবলে পড়ছেন কারণ রাতের অন্ধকারে এই রাস্তা দিয়ে কোনভাবেই গাড়ি চলাচল করতে পারে না। এলাকার বাসিন্দারা জানিয়েছেন দ্রুত রাস্তাটি সংস্কার করা হোক কিন্তু দীর্ঘ বছরের পর বছর পরে রয়েছে।অথচ এই রাস্তা দিয়েই পারুলিয়া বাজার থেকে প্রচুর যানবাহন সবজি নিয়ে এই রাস্তা দিয়ে যেতে হয় পাশাপাশি এই রাস্তার দুপাশে রয়েছে বহু আমবাগান। আম বাগান থেকে আম পেড়ে গাড়িতে করে নিয়ে যেতে হয় এ রাস্তা ধরেই কিন্তু বেহাল রাস্তার কারণে সময় বেশি লেগে যায় এবং দুর্ঘটনার আশঙ্কা করেন চালকরা। রাস্তা সংস্কারের দাবি আজ উপেক্ষিত। করোনার জেরে লকডাউন থাকায় স্কুল-কলেজ বন্ধ রয়েছে কিন্তু এই পথেই যেতে হয় একাধিক স্কুল এবং পূর্বস্থলী কলেজে। তাই রাস্তা সংস্কারের দাবি �

Related Articles

Back to top button